শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ১০:৩৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০১৮, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট

সোহেল মুহাম্মদ, আশুলিয়া: আশুলিয়ায় ককটেল ফাটিয়ে এক জুয়েলারী ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে ছিনতাইকারীরা। এ সময় ককটেলের বিস্ফোরণে ঐ ব্যবসায়ী ও কর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের শিকার সততা জুয়েলার্সের মালিক বিপ্লব সরকার প্রতিদিনের মতো রাতে জুয়েলারী দোকান বন্ধ করে ব্যাগে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রাইভেটকারে করে একদল ছিনতাইকারী ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তার সাথে থাকা ৪০ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এতে ককটেলের বিস্ফোরণে বিপ্লব সরকার ও কর্মচারী বিদ্যুৎ রায় আহত হন।

এসময় আশেপাশের লোকজন ভয়ে ছুটাছুটি করতে শুরু করে।এই সুযোগে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা আগে থেকেই ওৎ পেতে ছিল।

এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে পাশাপাশি ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদনা: মাহফুজ উদ্দিন খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়