শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৯:০২ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাইকার কর্মকর্তা পরিচয়ে প্রতারণা অভিযোগে গ্রেফতার ১

সুজন কৈরী: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে হাসান অপু (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুর থেকে তাকে আটক করা হয়।

সিটিটিসি'র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বলেন, হাসান অপু নিজেকে জাইকা বাংলাদেশের একজন অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে জাইকার নামে ভুয়া ইমেইল দিয়ে নানান কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ইমেইল করে এবং ৯০ কোটি টাকার কাজের ওয়ার্ক অর্ডার নেয়। এই কাজের অগ্রীম হিসেবে বিভিন্ন মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি আরো বলেন, এ বিষয়ে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে অভিযোগ করার পর বিষয়টি তদন্ত করে জাইকার যোগাযোগ করে পরিচয় ভুয়া নিশ্চিত হয়ে প্রযুক্তির সহায়তায় হাসান অপুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে জাইকার ভুয়া আইডি কার্ড, বিজনেস কার্ড, মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় এবং জাইকা বাংলাদেশ নামে ভুয়া ইমেইল আইডিগুলো জব্দ করা হয়।

হাসান অপুর বিরুদ্ধে তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়