শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ১০:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০১৮, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি নিষ্কাশন ব্যবস্থার আরো উন্নয়ন হতে হবে

ওয়ালি উল্লাহ সিরাজ: অনেকেই ঈদ করার জন্য বাড়িতে যায়। কিন্তু এবার ঈদের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। যার কারণে রাস্তার অবস্থা খারাপ হবে এটাই সাভাবিক। আসলে রাস্তা খারাপ হলে যে আমরা শুধু সরকারকে দোষারোপ করি বিষয়টা কিন্তু তেমন নয়। আমাদেরও কিছু বিষয়ে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শাফী।

তিনি আরো বলেন, গতকাল সকালের বৃষ্টিতে মিরপুর শ্যাওড়াপাড়া থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পুরো রাস্তায় হাঁটু পানি জমে ছিলো। মেট্রোরেলের চলমান কাজের কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় বৃষ্টির পানি জমে মিরপুরের প্রধান সড়ক খালে পরিণত হয়েছে। এছাড়া রাজধানীর শাহাজানপুর, ফকিরপুল, নয়াপল্টন, ভুতেরগলি, গ্রিণরোড, মোহাম্মদপুর টাউন হলসহ নিচু এলাকাগুলোতে জমে যায় হাঁটু থেকে কোমর পানি। সৃষ্টি হয় তীব্র যানজট। বাসসহ অন্যান্য পরিবহনের যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন। রাস্তা থেকে প্রায় আড়াই ফুট উঁচু ফুটপাত পর্যন্ত তলিয়ে যায় পানিতে। তাই হেঁটে চলার উপায়ও ছিল না।

মুস্তাফিজ শফী আরো বলেন, আমাদের দেশের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আরো উন্নয়ন হতে হবে। সেই সাথে পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নয়ন হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়