শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইট হাউসে কিম কারদাশিয়ান, ট্রাম্পের টুইট

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব এবং আলোচিত মডেল কিম কারদাশিয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্প তার টুইটারে উল্লেখ করেছেন, আলোচনা বিষয়বস্তু ছিল কারাব্যবস্থা সংস্কার ও বিচারব্যবস্থা! তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, দণ্ডপ্রাপ্ত একজন নারীর শাস্তি মওকুফের বিষয়ে ট্রাম্পকে অনুরোধ জানাতে গিয়েছিলেন কারদাশিয়ান। হোয়াইট হাউসের ওভাল অফিসে বুধবার ট্রাম্পের সঙ্গে দেখা করেন কিম কারদাশিয়ান।.

গার্ডিয়ান পরিহাসের ছলে লিখেছে, ‘ডোনাল্ড ট্রাম্প তার আইনমন্ত্রী জেফ সেশনসের নিন্দা-সমালোচনা ও রোজেন বারের করা বর্ণবাদী মন্তব্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলার তৎপরতা থেকে কিছুটা সময় বের করেছেন কিম কারদাশিয়ানের সঙ্গে সাক্ষাৎ ও বিচারব্যবস্থা নিয়ে আলোচনার জন্য।’ মূলত দণ্ডপ্রাপ্ত আসামি অ্যালিস মারি জনসনের সাজা মওকুফ করে দেওয়ার অনুরোধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কারদাশিয়ান। ৬৩ বছর বয়সী জনসনকে আজীবন কারাবাসে দণ্ডিত করা হয়েছে। মাদক সংক্রান্ত অসহিংস অপরাধে এটিই প্রথম এমন কড়া শাস্তি।

কারদাশিয়ানের সঙ্গে দেখা হওয়ার পর এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘কারদাশিয়ানের সঙ্গে ভালো আলোচনা হলো। আমরা কারাব্যবস্থা সংস্কার ও বিচারব্যবস্থা নিয়ে আলাপ করেছি।’ সেই সঙ্গে কারদাশিয়ানের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

জবাবে কারদাশিয়ানও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। তিনি লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই আজ সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি, প্রেসিডেন্ট মাদক সংক্রান্ত অহিংস অপরাধে আজীবন কারাবাসে দণ্ডিত অ্যালিস মারি জনসনের সাজা মওকুফ করে দেবেন।’

জনসনকে ১৯৯৭ সালে মাদক সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তারপর থেকে তাকে জেল খাটতে হচ্ছে। শর্তসাপেক্ষে সাময়িক মুক্তিও তার জন্য নিষিদ্ধ করা হয়েছে রায়ে। জনসনের মেয়ে তার মুক্তি চেয়ে ইন্টারনেটে একটি আবেদন প্রকাশ করেছেন। সেখানে জনসনের মুক্তির সমর্থনে সাক্ষর করেছেন প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ। সূত্র : বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়