শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৪:১২ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যাভরভ-কিম বৈঠক: উত্তর কোরিয়ার উপর থেকে অবরোধ তুলে নেবার আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

নূর মাজিদ: উত্তর কোরিয়া পৌঁছ গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো’র আমন্ত্রণে তিনি বৃহস্পতিবার সকালে পিয়ংইয়ং পৌঁছান। এসময় তাকে উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল স্বাগত জানায়। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ল্যাভরভ প্রেসিডেন্ট কিম জন উনের সঙ্গেও এক আন্তরিক বৈঠকে মিলিত হন। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আসন্ন ১২জুনের আলোচনাকে মাথায় রেখেই রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটি সফর করছেন।

এর আগে বুধবার ল্যাভরভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার বিষয়টি তুলে ধরেন। এছাড়াও দুই কোরিয়ার সম্মেলনসহ যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সুসম্পর্কের বিষয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তবে বৃহস্পতিবারের সফরে কিম জন উনের সঙ্গে সাক্ষাৎকালে ল্যাভরভ বলেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র পরিত্যাগ করাতে হলে অবশ্যই প্রথমে তার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্ত্র কোরিয়াকে অবশ্যই সামরিক আগ্রাসণ থেকে মুক্ত রাখার নিশ্চয়তা দিতে হবে।

এসময় ল্যাভরভ কিম জন উনকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পক্ষ থেকে রাশিয়া সফরেরও আহŸান জানান।তবে আদৌ কিম-পুতিন বৈঠক হবে কিনা সে বিষয়টি নিশ্চিত নয় বলেই জানায় বার্তা সংস্থা রয়টার্স। আল জাজিরা রুশ গণমাধ্যমের বরাত দিয়ে জানায়, বৈঠকে কিম বলেছেন, “আমি আনন্দিত রাশিয়া যুক্তরাষ্ট্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, আমরা সকল সময়ই আমাদের রুশ বন্ধুদের সঙ্গে কাজ করে যেতে আগ্রহী।”

উল্লেখ্য, রাশিয়া উত্তর কোরিয়ার দীর্ঘ দিনের মিত্র রাষ্ট্র। সোভিয়েত আমলে দেশটিকে বিপুল পরিমাণ সামরিক সাহায্য দিয়েছে রাশিয়া। এছাড়াও দেশটির সঙ্গে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভ্লাদিভোস্তক বন্দর সংলগ্ন একটি ছোট্ট স্থল ও জল সীমানা রয়েছে। রাশিয়া পিয়ংইয়ং এবং সিউলকে সঙ্গে নিয়েই একটি রেলপথ নির্মাণ করতে চায়।রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়