শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অপরাধী’ গানের সাড়া দেখে বিস্মিত আলিফ

আবু সুফিয়ান রতন : এ সময়ের সবচেয়ে আলোচিত গানের তালিকায় রয়েছে ‘অপরাধী’ শিরোনামের গানটি। অংকুর মাহমুদের সুর ও সংগীতে গানটি গেয়েছেন আরমান আলিফ।

গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ গানের একটি মিউজিক ভিডিও। এখন পর্যন্ত গানটির ভিডিও তিন কোটি ষাটঁ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। গানটিতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।

গানের ভিডিও প্রকাশের পরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে গানটি কাভার করেছেন অনেক ইউটিউবার শিল্পী। তাঁদের মধ্যে টুম্পা খান হয়েছেন ব্যাপক আলোচিত।

এদিকে, গানটি নিয়ে এত প্রত্যাশা ছিল না গানের মূল শিল্পীর। কম সময়ের মধ্যে গানের ব্যাপক সাড়া পেয়ে উচ্ছ্বসিত তিনি। গানটির সাফল্যে কেমন লাগছে জানতে চাইলে আরমান আলিফ বলেন, ‘খুব ভালো লাগছে। সবার কাছ থেকে এত বেশি শুভেচ্ছাবার্তা পাচ্ছি, যেটা আমার কল্পনারও বাইরে ছিল। এর আগে আমি আরো দুটি গান গেয়েছি। তবে অপরাধী গানটি প্রফেশনালভাবে গেয়েছিলাম। গানটি ভালোভাবে গ্রহণ করার জন্য সব শ্রোতা ও দর্শকদের ধন্যবাদ।’

নতুন আরো একটি গানের কাজের জন্য আরমান আলিফ এখন রয়েছেন নেত্রকোনায়। ঢাকায় এক সপ্তাহ পর ফিরবেন বলে জানান তিনি। বললেন, ‘নতুন গানের কাজের জন্য নেত্রকোনায় এসেছি। আশা করছি, শ্রোতারা আমার নতুন গানটিও ভালোভাবে গ্রহণ করবেন। তবে আমার এখন দায়িত্ব বেড়ে গেছে।’

অন্যদিকে, গানটির সুরকার অংকুর মাহমুদ বলেন, ‘আমি সত্যিই বিস্মিত। গানটি তিন কোটি ভিউ খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। এটা আমার প্রত্যাশার বাইরে ছিল।’

অংকুর মাহমুদ আরো বলেন, ‘গানটির এত কাভার সং দেখেও আমি অবাক হয়েছি।’

বর্তমানে ইউটিউবে গ্লোবাল র‍্যাংকিংয়ে ১০০টি গানের মধ্যে ৮০তম স্থানে ‘অপরাধী’ গানটি রয়েছে বলে জানিয়েছেন অংকুর মাহমুদ।

‘অপরাধী’ গানটির প্রযোজক ও পরিবেশক ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ এ প্রসঙ্গে বললেন, ‘এই অর্জন আমাদের পুরো বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অর্জন। এই অর্জনের জন্য আমি ঈগল টিমের পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই এমআইবি, আমাদের সকল অডিও কোম্পানির কর্ণধার, সংগীতশিল্পী-কলাকুশলী, দর্শক-শ্রোতাসহ সকলকে। সবার প্রচেষ্টাতেই আমাদের আজকের এই অর্জন। ঈগল মিউজিক সামনে শ্রোতা-দর্শকদের জন্য আলিফের মতো আরো নতুন প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করবে, তুলে আনবে। আলিফের মতো সেই সকল ভবিষ্যৎ নতুন শিল্পীদের জন্যও শ্রোতা-দর্শকদের জন্য ভালোবাসা-সমর্থন কামনা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়