শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্য শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অভিবাসন প্রত্যাবর্তন চুক্তিতে স্বাক্ষর করেননি মোদি

 

নূর মাজিদ: ভারতীয়দের জন্য ভিসা শিথিল না করায় অবৈধ অভিবাসীদের ফেরত নেবার জন্য যুক্তরাজ্যের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৫ এপ্রিল নরেন্দ্র মোদির যুক্তরাজ্য সফরের সময় দুই দেশের মাঝে এই চুক্তিটি স্বাক্ষর হবার কথা ছিলো। লন্ডনের ভারতীয় হাই কমিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়।

এই চুক্তির আওতায় যুক্তরাজ্যে থাকা হাজার হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে নিজ দেশে প্রত্যাবাসনের কথা বলা হয়েছিলো। বিনিময়ে যুক্তরাজ্য ভারতীয়দের জন্য ভিসা দেবার প্রক্রিয়া শিথিল করবে এমন শর্ত দেয়া হয়েছিলো। ভারতের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরণ রিজ্জু এপ্রিল মাসে মোদির সফরের পূর্বে জানুয়ারি মাসেই এই শর্তটি যুক্তরাজ্যকে অভিহিত করেন। কিন্তু তারা সেই অনুযায়ী ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনতে ব্যর্থ হলে মোদিও চুক্তিটিতে স্বাক্ষরে অপারগতা প্রকাশ করেন। লন্ডনের ভারতীয় দূতাবাসের সূত্র আরো জানিয়েছে, ভারতের শর্তপূরণে যুক্তরাজ্যের শিথিলতার কারণেই মোদি ঐ চুক্তিতে স্বাক্ষর করেননি। তবে শর্ত পূরণ হলে পুনরায় দুই দেশের মাঝে এমন কোন চুক্তি স্বাক্ষর করবে কিনা এমন কোন তথ্য দেয়নি ভারতীয় হাইকমিশন। -টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়