শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ০১ জুন, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান থেকে তেল আমদানী বন্ধ করবে ভারতের রিল্যায়েন্স

আসিফুজ্জামান পৃথিল : ভারতের বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইরান থেকে জ্বালানী তেল আমদানী বন্ধ করতে যাচ্ছে। দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। ধারণা করা হচ্ছে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিলো ভারতীয় প্রতিষ্ঠানটি।

আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ এই আমদানী প্রক্রিয়া বন্ধের কথা ভাবছে রিলায়েন্স। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় মোটামোটি ৩ মাস সময় পাবার কথা রয়েছে। সেই হিসেবে আগস্টের মধ্যেও আমদানী কমিয়ে আনতে পারে রিলায়েন্স। মে মাসেই ইরানের সাথে ২০১৫ সালে সম্পাদিত চুক্তি বাতিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং একই সাথে তিনি নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। ভারত অবশ্য জানিয়ে দিয়েছে তারা এই নিষেধাজ্ঞা মানবেনা। তবে রিলায়েন্সের মতো প্রতিষ্ঠান যাদের যুক্তরাষ্ট্রের সাথে বানিজ্য সম্পর্ক রয়েছে তারা এই ধরনের সিদ্ধান্ত মানতে একপ্রকার বাধ্য। মুকেশ আম্বানির নিয়ন্ত্রণাধীন রিলায়েন্স গ্রুপ এর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোম্পানিটির বেশ কিছু সহ প্রতিষ্ঠান তেল আমদানীর সাথেও জড়িত।

গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্সের আধুনিক তেল পরিশোধনাগারে প্রতিদিন ১৪ লাখ ব্যারেল তেল পরিশোধনের সুযোগ রয়েছে। একটি সূত্র জানায় শোধনাগারটি ন্যাশনাল ইরানিয়ান ওয়েলকে জানিয়ে দিয়েছে তারা আগামী অক্টোবর থেকে আর সেদেশ থেকে তেল আমদানী করবেনা। আরেকটি সূত্র জানিয়েছে ইউরোপিয়ান পক্ষদের সাথেও যদি ইরানের চুক্তি রক্ষা সম্ভব না হয় তবে কোম্পানিটি আরো আগেই আমদানী বন্ধ করে দেবে। উল্লেখ্য ইরানের তেলের সর্ববৃহৎ ক্রেতা ভারত। -বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়