শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ৮৬.৫ ভাগ মানুষ বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট : নসরুল হামিদ

স্বপ্না চক্রবর্তী : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের ৮৬.৫ভাগ মানুষই বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। আর এ সন্তুষ্টি উত্তরোত্তর বাড়াতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশ এমবিএ এসোসিয়েশন আয়োজিত ‘পাওয়ার ফর হিউম্যান ডেভেলমন্টে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ উন্নত বাংলাদেশ গড়তে কার্য্যকরি অবদান রেখে চলছে। গ্রাহক সেবার মান বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

এসময় তিনি বলেন, ২০৪১সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে বিদ্যুৎ খাতে প্রয়োজন ৮২.৫বিলিয়ন মার্কিন ডলার। যেখানে ইতিমধ্যে বিনিয়োগ হয়েছে ২২বিলিয়ন। এতে করে এ খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন বিচক্ষণ পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপক। এ খাতে আরও গতি আনতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। ৫০ ভাগ বিদ্যুৎ বেসরকারি উদ্যোক্তারা উৎপন্ন করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ এমবিএ এসোসিয়েশন এর সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক সৈয়দ ফরহাদ আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়