শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ১১:২১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৮, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রোয়েশিয়ার বিপক্ষেই মাঠে নামবেন নেইমার

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার ইনজুরিতে পড়েছিলেন গত ফেব্রুয়ারিতে। বিশ্বকাপকে সামনে রেখে তখনই অস্ত্রোপচার করানো হয়। সব ধরণের ফুটবল থেকে বিরত থাকেন এই পিএসজি তারকা। সেই সাথে নিজের পুণর্বাসন প্রক্রিয়াও শুরু করে দেন।

বর্তমানে ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আছেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। সেখানে দলের সাথে নিয়মিত অনুশীলনও করছেন। ধারণা করা হচ্ছে, ব্রাজিলের পরবর্তী প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেই মাঠে নামবেন তিনি।

দলের সেরা তারকার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সতীর্থ দানিলো বলেছেন, ‘এই দশ দিনে আমি তার সাথে অনেক কথা বলেছি। ট্রেনিং সেশনে প্রতিদিনই আমাদের কথা বলতে হয় এবং প্রতিদিনই সে আগের চেয়ে আরো ভালো এবং দ্রুততর সুস্থ হয়ে উঠছে। আমরা আশা করি সে বিশ্বকাপে খেলতে পারবে। যদি শতভাগ ফিট নাও হয়, তবু এর কাছাকাছি যেন হয়। কারণ আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ।’

এছাড়া চোটে ছিটকে পড়া দানি আলভেসকে নিয়েও কথা বলেছেন ম্যানচেস্টার সিটির এই রাইট ব্যাক। তিনি বলেন, ‘প্রথমত দানি আলভেসের ইনজুরি আমাদের ব্যথিত করেছে, কারণ সে আমাদের যা দিতে পারতো তা তুলনা হয় না। এতো বছর ধরে সে আমাদের লড়াকু মানসিকতার যোগান দিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে। কোনো সন্দেহ নেই, এটা বড় একটা ক্ষতি। কিন্তু ফ্যাগনার এবং আমি কঠোর পরিশ্রম করছি দলকে সাহায্য করা এবং অবদান রাখার জন্য। আমরা এতেই মনোযোগ দিচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়