শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা চলাকালীন গাজার স্কুলে ইসরায়েলি বোমা নিক্ষেপ

ওমর শাহ: শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, এমন সময় গাজা উপত্যকার একটি স্কুলে বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমানবাহিনী। বুধবার ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তারা জানিয়েছে, দির আল বালাহ অঞ্চলের আব্দুল্লাহ বিন রাওয়াহাহ স্কুলে শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল, তখনই সেখানে বোমাবর্ষণ শুরু হয়। কিন্তু ভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী তাতে হতাহত হয়নি। ইসরায়েলি এ হামলার নিন্দা জানিয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাতেও ইসরায়েল দ্বিধাবোধ করে না।

মঙ্গলবার গাজা উপত্যকায় প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদের ৩৫ সামরিক স্থাপনা এবং টানেলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এর মধ্যে কেবল হামাসেরই ২৫ টির বেশি সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
গত ১২ বছর ধরে গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ওষুধ সামগ্রী প্রবেশেও বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, হামাস ও ইসলামিক জিহাদের রকেট হামলার পাল্টা জবাব দিয়েছে তারা।
মঙ্গলবার দিনভর ৭০টির বেশি ফিলিস্তিনি রকেট ইসরায়েলের দিকে ছুটে গেছে। দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা তার মধ্যে কয়েকটি ভূপাতিত করতে পেরেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়