শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৮:২৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদকে ঘিরে রংপুরে হিজরাদের উপদ্রপ বেড়েছে

মোস্তাফিজার রহমান বাবলু: ঈদুল ফিতর কে সামনে রেখে হিজরাদের দাপট বেড়েছে। বিভিন্ন দোকান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ঈদের চাঁদা আদায় করছে হিজরারা।

বৃহস্পতিবার (৩১ মে) রংপুর নগরীর আজিম টাওয়ারের ৪র্থ তলায় একটি অফিসে এসে চাঁদা দাবি করেন। এসময় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী অফিস চাঁদা দেওয়ার ভয়ে বন্ধ রেখে আতংকে সময় পার করেন কর্মকর্তা ও কর্মচারীরা। এটি শুধু ওই ইন্স্যুরেন্স কোম্পানীর দৃশ্য নয়। এরকম দৃশ্য নগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠানের।

নাম না প্রকাশ করার শর্তে ধাপ এলাকার এক ক্লিনিক ম্যানেজার এ প্রতিবেদক কে বলেন, হিজরাদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পরনের কাপড় খুলে বিব্রত অবস্থা সৃষ্টি করে। বাধ্য হয়ে চাঁদা দেওয়া। কামাল কাচনা বাজার, সাতমাথা বাজার, মাহিগঞ্জ বাজার, কাচারী বাজার, সিও বাজার, সিটি বাজার ও লালবাগ হাটের বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা হলে হিজরাদের চাঁদা আদায়ের অপকৌশল জানান। সেই সাথে লজ্জাকর পরিস্থিতি ও আতংকের কথাও জানান। ব্যবসায়ীরা হিজরাদের দাপট থেকে মুক্তি চান।

এবিষয়ে ন্যায় অধিকার সংগঠনের সাবেক সভাপতি নাদিরা ম্যাডামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, আমি এখন রংপুরে নাই,ঢাকায় অবস্থান করছি। এ সম্পর্কে আমি কিছুই জানি না। ন্যায় অধিকার সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রানা এ প্রতিবেদক কে বলেন, যারা অপ্রীতিকর ঘটনা ঘটায়, তারা ছিন্নমূল পর্যায়ের তো। তাদের আচরণের পরিবর্তন ঘটানোর প্রচেষ্টা চলছে। তবে, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এ সাইফুর রহমান সাইফ জানান, এটি তৃতীয় লিঙ্গের ব্যপার তো। বিষয় টি খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়