শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৬:১৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাকসাম পৌরসভার ৯০ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লার লাকসাম পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের ৯০ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে লাকসাম পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের।

বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯০ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৯০৭ টাকা। ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৫ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৭৩ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ ৩০ কোটি টাকা রাস্তাঘাট অবকাঠামো নির্মান খাত, পানি নিস্কাসন ও জলবদ্ধতা নিরসনকল্পে ১১কোটি টাকা, পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ৭ কোটি ৭০ লাখ বরাদ্দ দেয়া হয়েছে।

পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়