শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবারের সাথেই আছি: ২০ দিন পর টুইট করলেন মেলানিয়া

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০দিন পর্যন্ত মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জনসম্মুখে দেখা না যাওয়া যে কানাঘুষা শুরু হয়েছিল মার্কিন গণমাধ্যমে তাতে জল ঢেলে দিলেন তিনি নিজেই। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হোয়াইট হাউজেই আছেন তিনি। পরিবারের সাথে সুন্দর অবসর সময় কাটাচ্ছেন।

এসময় তিনি গণমাধ্যমের সমালোচনা করতেও ছাড়েননি। মেলানিয়া বলেন, ‘আমি কোথায় যাই, কি করি এসব বিষয়ে সবসময় মিডিয়া একটু বেশিই জল্পনা করতে ভালবাসে।’ এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটনপোস্ট মেলানিয়ার হঠাৎ নাই হয়ে যাওয়া নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। সেখানে তারা বলেন মেলানিয়া তার মা-বাবার কাছে ওয়াশিংটনে থাকছেন। পাশাপাশি মেলানিয়ার অনুপস্থিতিতে একটি অনুষ্ঠানে ইভানকা ট্রাম্পের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।

যদিও মেলানিয়ার ব্যক্তিগত সহকারী এ বিষয়ে এক মন্তব্যে, মেলানিয়ার ভাল থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সবসময়ই ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার চেষ্টা করি।’ এরআগে গত ১০ মে, সর্বশেষ মেলানিয়া কে দেখা যায় উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া যুক্তরাষ্টের সাবেক তিন কারাবন্দীকে গ্রহণ করতে বিমানবন্দর চত্বরে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়