শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিএসইতে চীনের অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট সুবিধা দেবে না’

আশিক রহমান: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চীনের অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট কোনো সুবিধা দেবে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডিএসই’তে চীনের অংশীদারিত্বের পরও কেন শেয়ারবাজারের অবস্থার পরিবর্তন হচ্ছে তা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা প্রচুর আছে। কিন্তু আমরা যতটা দ্রুত এর সুফল প্রত্যাশা করছি, ততটা দ্রুত তার ফল মিলবে না। এর ফল পেতে দেরী হবে।

তিনি আরও বলে, এখন যেসব কোম্পানি লিস্টেড রয়েছে ডিএসইতে, এই কোম্পানিগুলো নিয়ে চীনও কিছু করতে পারবে না। চীন ডিএসইর অংশীদার হয়েছে, দীর্ঘমেয়াদে ভালো হবে সেটা পরের কথা। কিন্তু তাদের এই অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট কোনো সুবিধা আসবে না। অধ্যাপক আবু আহমেদ বলেন, চীন তো কোনো শেয়ার কিনবে না, আমাদের অনেকের মধ্যে এ সম্পর্কে ভুল ধারণা রয়েছে। আমরা হয়তো মনে করছি, চীন শেয়ার কিনবে, বাস্তবতা তা নয়। তারা বাজার থেকে কেউ শেয়ার কিনবেন না, তারা তো স্টক এক্সচেঞ্জের আংশিক মালিকানা নিয়েছেন। এমন ধারণা করার কোনো কারণ নেই যে, চীন ডিএসইর অংশীদার হয়েছে বলে শেয়ারবাজার উপরে উঠে যাবে। শেয়ারবাজার উপরে উঠতে হলে কোম্পানিগুলোর আয়-রোজগার বাড়তে হবে। ইকোনোমি ভালো যেতে হবে। ভালো ডিভিডেন্ড দিতে হবে। কোম্পানি ভালো ডিভিডেন্ড না দিলে কেন মানুষ এখানে বিনিয়োগ করবে এমন প্রশ্নও রাখেন এই অর্থনীতিবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়