শিরোনাম
◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি ◈ চট্টগ্রাম ইপিজেডে আগুনে ধসে পড়ছে কারখানার ভবন (ভিডিও) ◈ অর্থ ফেরত এলে ব্যাংকিং খাত আরও স্থিতিশীল হবে’ — গভর্নর আহসান এইচ মনসুর ◈ নারী বিশ্বকা‌পে বাংলাদেশ‌কে ১০ উই‌কে‌টে হা‌রা‌লো অ‌স্ট্রেলিয়া

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিএসইতে চীনের অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট সুবিধা দেবে না’

আশিক রহমান: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চীনের অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট কোনো সুবিধা দেবে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডিএসই’তে চীনের অংশীদারিত্বের পরও কেন শেয়ারবাজারের অবস্থার পরিবর্তন হচ্ছে তা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা প্রচুর আছে। কিন্তু আমরা যতটা দ্রুত এর সুফল প্রত্যাশা করছি, ততটা দ্রুত তার ফল মিলবে না। এর ফল পেতে দেরী হবে।

তিনি আরও বলে, এখন যেসব কোম্পানি লিস্টেড রয়েছে ডিএসইতে, এই কোম্পানিগুলো নিয়ে চীনও কিছু করতে পারবে না। চীন ডিএসইর অংশীদার হয়েছে, দীর্ঘমেয়াদে ভালো হবে সেটা পরের কথা। কিন্তু তাদের এই অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট কোনো সুবিধা আসবে না। অধ্যাপক আবু আহমেদ বলেন, চীন তো কোনো শেয়ার কিনবে না, আমাদের অনেকের মধ্যে এ সম্পর্কে ভুল ধারণা রয়েছে। আমরা হয়তো মনে করছি, চীন শেয়ার কিনবে, বাস্তবতা তা নয়। তারা বাজার থেকে কেউ শেয়ার কিনবেন না, তারা তো স্টক এক্সচেঞ্জের আংশিক মালিকানা নিয়েছেন। এমন ধারণা করার কোনো কারণ নেই যে, চীন ডিএসইর অংশীদার হয়েছে বলে শেয়ারবাজার উপরে উঠে যাবে। শেয়ারবাজার উপরে উঠতে হলে কোম্পানিগুলোর আয়-রোজগার বাড়তে হবে। ইকোনোমি ভালো যেতে হবে। ভালো ডিভিডেন্ড দিতে হবে। কোম্পানি ভালো ডিভিডেন্ড না দিলে কেন মানুষ এখানে বিনিয়োগ করবে এমন প্রশ্নও রাখেন এই অর্থনীতিবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়