শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিএসইতে চীনের অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট সুবিধা দেবে না’

আশিক রহমান: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চীনের অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট কোনো সুবিধা দেবে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডিএসই’তে চীনের অংশীদারিত্বের পরও কেন শেয়ারবাজারের অবস্থার পরিবর্তন হচ্ছে তা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা প্রচুর আছে। কিন্তু আমরা যতটা দ্রুত এর সুফল প্রত্যাশা করছি, ততটা দ্রুত তার ফল মিলবে না। এর ফল পেতে দেরী হবে।

তিনি আরও বলে, এখন যেসব কোম্পানি লিস্টেড রয়েছে ডিএসইতে, এই কোম্পানিগুলো নিয়ে চীনও কিছু করতে পারবে না। চীন ডিএসইর অংশীদার হয়েছে, দীর্ঘমেয়াদে ভালো হবে সেটা পরের কথা। কিন্তু তাদের এই অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট কোনো সুবিধা আসবে না। অধ্যাপক আবু আহমেদ বলেন, চীন তো কোনো শেয়ার কিনবে না, আমাদের অনেকের মধ্যে এ সম্পর্কে ভুল ধারণা রয়েছে। আমরা হয়তো মনে করছি, চীন শেয়ার কিনবে, বাস্তবতা তা নয়। তারা বাজার থেকে কেউ শেয়ার কিনবেন না, তারা তো স্টক এক্সচেঞ্জের আংশিক মালিকানা নিয়েছেন। এমন ধারণা করার কোনো কারণ নেই যে, চীন ডিএসইর অংশীদার হয়েছে বলে শেয়ারবাজার উপরে উঠে যাবে। শেয়ারবাজার উপরে উঠতে হলে কোম্পানিগুলোর আয়-রোজগার বাড়তে হবে। ইকোনোমি ভালো যেতে হবে। ভালো ডিভিডেন্ড দিতে হবে। কোম্পানি ভালো ডিভিডেন্ড না দিলে কেন মানুষ এখানে বিনিয়োগ করবে এমন প্রশ্নও রাখেন এই অর্থনীতিবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়