আশিক রহমান: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চীনের অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট কোনো সুবিধা দেবে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডিএসই’তে চীনের অংশীদারিত্বের পরও কেন শেয়ারবাজারের অবস্থার পরিবর্তন হচ্ছে তা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা প্রচুর আছে। কিন্তু আমরা যতটা দ্রুত এর সুফল প্রত্যাশা করছি, ততটা দ্রুত তার ফল মিলবে না। এর ফল পেতে দেরী হবে।
তিনি আরও বলে, এখন যেসব কোম্পানি লিস্টেড রয়েছে ডিএসইতে, এই কোম্পানিগুলো নিয়ে চীনও কিছু করতে পারবে না। চীন ডিএসইর অংশীদার হয়েছে, দীর্ঘমেয়াদে ভালো হবে সেটা পরের কথা। কিন্তু তাদের এই অংশীদারিত্ব শেয়ারবাজারে ইমিডিয়েট কোনো সুবিধা আসবে না। অধ্যাপক আবু আহমেদ বলেন, চীন তো কোনো শেয়ার কিনবে না, আমাদের অনেকের মধ্যে এ সম্পর্কে ভুল ধারণা রয়েছে। আমরা হয়তো মনে করছি, চীন শেয়ার কিনবে, বাস্তবতা তা নয়। তারা বাজার থেকে কেউ শেয়ার কিনবেন না, তারা তো স্টক এক্সচেঞ্জের আংশিক মালিকানা নিয়েছেন। এমন ধারণা করার কোনো কারণ নেই যে, চীন ডিএসইর অংশীদার হয়েছে বলে শেয়ারবাজার উপরে উঠে যাবে। শেয়ারবাজার উপরে উঠতে হলে কোম্পানিগুলোর আয়-রোজগার বাড়তে হবে। ইকোনোমি ভালো যেতে হবে। ভালো ডিভিডেন্ড দিতে হবে। কোম্পানি ভালো ডিভিডেন্ড না দিলে কেন মানুষ এখানে বিনিয়োগ করবে এমন প্রশ্নও রাখেন এই অর্থনীতিবিদ।