শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার কঠোর হলে মাদকদ্রব্য বিলুপ্ত করা সম্ভব

অধ্যাপক ড. তাজুল ইসলাম : আমাদের পাশ্ববর্তী কিছু দেশ থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য আসছে। সারা পৃথিবীতে মাদকের ব্যবসা সবথেকে বড় ব্যবসা। অল্পটাকায় বেশি লাভবান হওয়া যায়। যে কারণে কিছু মাদক ব্যবসায়ীরা এসব ব্যবসা করে থাকে। আমাদের দেশে আসা রোহিঙ্গা যে এলাকায় বসবাস করছেন, সেখানকার এলাকা থেকে এ মাদকগুলো এদেশে আসছে। যারা এ মাদকগুলো আমাদের দেশে নিয়ে আসছে, তাদের কেন প্রশাসন দিয়ে ধরা হচ্ছে না?

যারা বর্ডার গার্ড হিসেবে দায়িত্ব পালন করে থাকেন, তারা এই মাদকগুলোকে আসতে সাহায্য করে থাকে। কিছুদিন আগে ২ লক্ষ ইয়াবা ধরা পড়েছে। আমাদের দেশের প্রশাসন ইচ্ছা করলে প্রতিদিনই এমন ২ লক্ষ করে ধরতে পারে। কিন্তুু এদেশের মাদক ব্যবসায়ীরা কিছু রাজনৈতিক ব্যক্তি বা সরকারের ছত্রছায়ায় এ ব্যবসা করে থাকে। যে কারণে তারা কখনও ধরা পড়ে না। বর্তমানে দেখা যায়, আমাদের দেশের পুলিশেরা মাদক ব্যাবসার সাথে জড়িত রয়েছে। আমাদের দেশের পুলিশেরা বলতে পারে কোথায় মাদক ব্যবসা চলছে, কারা মাদক ব্যাবসার সাথে জড়িত। কিন্তু তাদেরকে পুলিশ কখনো ধরে না, কারণ পুলিশেরা মাদক ব্যবসার সাথে জড়িত।

আমাদের দেশে প্রশাসন যদি কঠোর হয় এবং দল মত নির্বিশেষে যদি মাদকের বিরুদ্ধে কাজ করা যায়, তাহলে মাদকদ্রব্য কমানো সম্ভব হবে। আমাদের দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ মাদক নির্মূল করা। এ অধিদপ্তর কোটি কোটি টাকা খরচ করছে মাদক নির্মূল করার নামে। তার কি করছে কোটি কোটি টাকা খরচ করে? মাদক কেন নির্মূল করতে পারছে না? মাদকদ্রব্য অধিদপ্তর কঠোর হলে এই মাদকদ্রব্য বিলুপ্ত করা সম্ভব হবে।

পরিচিতি: চিকিৎসক ও মনোবিদ/ মতামত গ্রহণ: রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা: জাফরুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়