শিরোনাম

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে সাহসী ভূমিকা পালন করা উচিত’

মাহবুবুল ইসলাম: সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষভাবে ও সাহসিকতার সাথে তাদের দায়িত্ব পালন করা। অন্যথায় নির্বাচনে ভালো কিছু করা অসম্ভব। আসন্ন সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে কি পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে আলাপকালে আমাদের অর্থনীতিকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আগামি নির্বাচনকে সামনে রেখে তারা নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে কি না। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করলেই ভালো কিছু সম্ভব, অন্যথায় সম্ভব নয়। নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই খুলনার সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন যদি সে ব্যর্থতাকে তারা কাটিয়ে না উঠে এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য পদক্ষেপ না নিলে গাজীপুর সিটি নির্বাচনেও ‘যে লাউ সেই কদুই হবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়