শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসিক নির্বাচন করতে প্রস্তুত আ.লীগ, কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপি

আফজাল হোসেন, রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নড়েচড়ে বসেছে এখানকার রাজনৈতিক দলগুলো। বিশেষ করে প্রধান দুই দলের নেতাকর্মীদের মধ্যেই এ নিয়ে আলোচনা, উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নির্বাচান ঘিরে আওয়ামী লীগের মধ্যে রয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে। রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘এ নির্বাচন কমিশন যেভাবে সরকারি আজ্ঞাবহে পরিণত হয়েছে-তাতে আমরা কিভাবে অংশ নিব। আমরা সেনাবাহিনী নির্বাচনী মাঠে চাইলে দেওয়া হচ্ছে না। কিন্তু আরপিও সংশোধন করে তাদের এমপিদের নির্বাচনী গণসংযোগে নামতে দেওয়া হচ্ছে। তাহলে তো আর নির্বাচনী পরিবেশ থাকছে না।’ মেয়র বুলবুল আরো বলেন, ‘আমরা ১০ বছর ধরে জনগণের সঙ্গেই আছি। কাজেই নির্বাচন এবং আন্দোলন দুটি করার মতোই আমাদের শক্তি আছে। আমরা প্রস্তুতও আছি। এখন কেন্দ্রীয় হাই কমিশননের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।’
অপরদিকে সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দলীয় সভানেত্রীর সবুজ সংকেত পেয়ে আমি গত প্রায় ছয় মাস ধরে নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের নেতাকর্মীরাও নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। আমরা পাড়া-মহল্লায় এরই মধ্যে সভা-উঠান বৈঠক থেকে শুরু করে নানা কর্মসূচি পালন করেছি। সদস্য সংগ্রহের পাশাপাশিও আমরা নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিয়েছি। কাজেই আমরা সিটি নির্বাচন করতে প্রস্তুত।’ লিটন আরো বলেন, গত ৫ বছর দরে রাজশাহীবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছে। এই ভুল নগরবাসী এখন বুঝতে পারছে। নগরবাসী এবার আর দ্বিতীয় ভুল করতে চায় না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়