শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৩:১৮ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলমান মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ ১১৯ জন নিহত

সুজন কৈরী: মাদক নির্মূলে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গতকাল বুধবার পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ ১১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এর মধ্যে ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬ জন নিহত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নড়াইলে ১, কুমিল্লায় ১, চুয়াডাঙ্গায় ১ এবং র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঢাকায় ৩, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও কক্সবাজারে ৩ জন নিহত হয়েছে। প্রতিটি ঘটনাস্থল থেকেই ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও পিস্তল-গুলি উদ্ধার হয়েছে। সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর থেকে প্রায় প্রতি রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীরা নিহত হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান চলবে।

জানা গেছে, মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরুর পর থেকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গত ১৫ মে ২ জন, ১৭ মে ১ জন, ১৮ মে ৩ জন, ১৯ মে ৩ জন, ২১ মে ৪ জন, ২২ মে ৪ জন, ২৩ মে ২ জন, ২৫ মে ১ জন, ২৬ মে ২ জন, ২৭ মে ১ জন, ২৮ মে ১ জন, ২৯ মে ১ জন ও মঙ্গলবার দিবাগত রাতে ৬ জন নিহত হয়। আর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গলবার দিবাগত রাতে ৪ জন, ২৯ মে ৭ জন, ২৮ মে ৭ জন, ২৭ মে ৮ জন, ২৬ মে ৭ জন, ২৫ মে ১১, ২৪ মে ৬ জন, ২৩ মে ৭ জন, ২২ মে ৮ জন, ২০ মে ৪ জন ও ১৯ মে ৫ জন মাদক ব্যবসায়ী নিহত হয়। বাকিরা নিজদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা: গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাসানটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আতাউর রহমান আতা (৪৬), ফারুক ইসলাম ওরফে বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)। র‌্যাবের দাবি নিহতরা মাদক কারবারি ছিলেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা করেছে র‌্যাব। নিহতদের মধ্যে আতাউরের বিরুদ্ধে সাভার ও মানিকগঞ্জ থানায় ২ডজন মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। এছাড়া বাপ্পি ও কসাই মোস্তাফা পল্লবী ও ভাষানটেক এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত।

মাগুরা প্রতিনিধি জানান, গত মঙ্গলবার গভীর রাতে জেলার বাটিকাডাঙ্গা মাঠ থেকে তিন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, রায়হান মিয়া ওরফে ব্রিটিস, বাচ্চু চোপদার ও কিশোর অধিকারী কালা। তাদের বিরুদ্ধে সদর থানাসহ আশপাশের থানায় কয়েক ডজন মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩২০ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ৬ বোতল ফেনন্সিডিল উদ্ধার করেছে। যশোর থেকে এ এম আর মশিউর জানান, জেলার বেনাপোলে বুধবার ভোরে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে লিটন (৩৪) ও অজ্ঞাত একজন (৪০) নামে দুই জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। নড়াইল থেকে জিরু শেখ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের মালিবাগ মোড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি সজিব শেখ (৩০) নিহত হয়েছে। সজিব সদর উপজেলার দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ শেখের ছেলে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি, দু’টি রামদা, একটি গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সজিবের নামে মাদকের একাধিক মামলা রয়েছে।

পাবনা থেকে মিজান তানজিল জানান, গত মঙ্গলবার রাত একটার দিকে জেলার বেড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইজ্জত আলী প্রামানিক (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। জব্দ করা হয়েছে বেশকিছু অস্ত্র ও মাদকদ্রব্য। কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারে র‌্যাবের সঙ্গে মাদকব্যবসায়ীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান (৪২) নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, ৫টি গুলি ও খালি খোসা এবং ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম থেকে মো. শহিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে মহানগরের পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইসহাক (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, কাতুর্জসহ একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা থেকে তারিকুল ইসলাম শিবলী জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোছমত আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রোছমত আলী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় ৭টি মাদকের মামলা রয়েছে।

সিরাজগঞ্জ থেকে রেজাউল করীম জানান, সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশান হাবিব (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একটি ওয়ান শ্যুটার গান, এক হাজার পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বুধবার ভোর ৪টার দিকে শহরের সাতগাড়ির ইটভাটার কাছে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি তানজিল নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ৪ রাউন্ড কার্তুজ ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন।

সাভার (ঢাকা) মতিউর রহমান ভান্ডারী জানান, আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার রাত ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাঙ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়