শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ১২:২৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৮, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবেল পেতে যে পরামর্শ দিলেন গোলাম সারওয়ার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: দু’দিনের ভারত সফরের অর্জনগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি এ সফর নিয়ে লিখিত বক্তব্য দেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্নোত্তরপর্বে দাঁড়িয়ে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমরা মিডিয়া সরকারের মাদকবিরোধী এই অভিযান সমর্থন করি, একেবারে মনে প্রাণেই সমর্থন করি। মানবাধিকরের কিছু বিষয় লিখতে হয়, তাই লিখছি।’

এসময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডি লিট ডিগ্রি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোলাম সারওয়ার বলেন, ‘আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত। আর এখনই সময় এ নিয়ে কাজ করার।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার (গোলাম সারওয়ার) কথার মধ্যেই বলেন, আমার নোবেল পুরস্কারের কোনো প্রয়োজন নেই। তখন গোলাম সারওয়ার বলেন, ‘আপা (প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে) একটু বলি। এরপর তিনি শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বলেন, নোবেল পুরস্কার পাওয়ার জন্য কিছু প্রক্রিয়া থাকে। এমনে এমনে কখনোই আপনি নোবেল পুরস্কার পাবেন না। এজন্য লবিস্টি নিয়োগ করার ব্যাপার থাকে, আরো কিছু প্রক্রিয়া আছে। গোলাম সারওয়ার বলেন, এখনই সময় এসব প্রক্রিয়া শুরু করার।’

গোলাম সারওয়ার এর বক্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রক্রিয়া চালানোর আমার কোনও ইচ্ছা নাই। লবিস্ট রাখার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। সামর্থ্য থাকলেও এসব আমি সমর্থন করি না। বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারলাম কিনা সেটাই বড় বিষয়।

সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নানান অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কবি নজরুলের নামে ডিগ্রি পেয়েছি। এটাই অনেক সম্মানজনক আমার কাছে।’

সূত্র: ঢাকা টাইমস/ বাংলা ট্রিবিউন/ শীর্ষ নিউজ

https://www.youtube.com/watch?time_continue=3044&v=DjqvfYM4kXg

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়