শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা অব্যাহত থাকবে : নেতানিয়াহু

রাশিদ রিয়াজ : ইসরায়েল সিরিয়ায় ইরানের অবস্থানের ওপর ধারাবাহিক হামলার হুমকি দিয়ে বলেছে দেশটিতে তেহরানের কোনো সামরিক উপদেষ্টাকে মেনে নেওয়া হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় যে কোনো সামরিক অবস্থানের ওপর তার দেশ হামলা অব্যাহত রাখবে তা গোলান মালভূমি বা দেশটির যে কোনো স্থানে হোক। আগামী মাসে জার্মানি, ফ্রান্স ও বৃটেনের নেতাদের কাছে তিনি এব্যাপারে বিস্তারিত তথ্য ও তার দেশের কৌশল তুলে ধরবেন বলে জানান। তিনি দাবি করেন সিরিয়ায় ইরানের আগ্রাসন চলছে।

এদিকে ইরান বলে আসছে সিরিয়া সরকারের অনুরোধেই দেশটিতে জঙ্গি তৎপরতা নির্মূলের জন্যে সহায়তা করা হচ্ছে। সিরিয়ায় আসাদ সরকার বিরোধীদের হাত থেকে প্রচুর ইসরায়েলি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। ওই অঞ্চলটি ইসরায়েল সীমান্ত সংলগ্ন। এর একদিন আগে ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে ইরানি সেনাসদস্য ও উপদেষ্টাদের সরিয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন তারা তার স্বার্থ নয় বরং দেশটির পরিস্থিতি আরো ঘোলাটে করছে।

দামাস্কাস থেকে আইএস জঙ্গি ও সিরিয়ার সরকার বিরোধীদের হটিয়ে দেওয়ার পর থেকেই ইসরায়েল দেশটি থেকে ইরানের সামরিক উপদেষ্টাদের সরিয়ে দেয়ার জোর দাবি তুলেছে। ইসরায়েল এও বলেছে, ইরান সিরিয়ায় স্থায়ী ঘাঁটি গেড়ে বসতে চাচ্ছে। তবে তেহরান বারবার বলে আসছে আসাদ সরকারকে সমর্থন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটি সহায়তা করে যাচ্ছে এবং তা সিরিয়ার অনুরোধেই করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে বরাবরই তার জন্যে হুমকি মনে করে আসছে। স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়