শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ১১:২৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৮, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারো পরিবর্তে আমি কখনোই ছবি করতে চাই না: পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ‘দহন ছবিতে বাঁধনের পরিবর্তে পূর্ণিমা- সংবাদের এমন ভাষা আর নিতে পারছিলাম না। এইজন্য শেষ পর্যন্ত ‘দহন’ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আরেকটি কারণ ছিলো, এই ছবির শুটিং ডেট খুব কাছাকাছি সময়ে।’

জাজ মাল্টিমিডিয়ার নির্মিতব্য আলোচিত চলচ্চিত্র ‘দহন’ থেকে সরে যাওয়ার কারণ জানিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে বুধবার দুপুরে এমনটাই জানান এক সময়ের দাপুটে চিত্রনায়িকা পূর্ণিমা।

ক’দিন আগেই জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন ছবি ‘দহন’ নির্মাণের ঘোষণা দেন। ছবিতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরি। একই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে চমকপ্রদ ঘোষণা আসে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের নাম নিয়ে। জানানো হয়, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাঁধন। এ ছবিতে অভিনয় করতে বহুদিন ধরেই তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই এ মাসের মাঝামাঝিতে বাঁধন জানান, তিনি ‘দহন’-এ কাজ করছেন না। ব্যক্তিগত ঝামেলার কারণে দহন থেকে সরে গেছেন!

‘দহন’ থেকে বাঁধনের সরে যাওয়ার পরপরেই তার জায়গায় খবরে আসে চিত্রনায়িকা পূর্ণিমার নাম। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও বিষয়টি নিশ্চিত করেছিলেন। কিন্তু পূর্ণিমা জানালেন অন্য কথা।

তিনি বলেন, কারো পরিবর্তে আমি কখনোই ছবিতে আসতে চাই না। এজন্য দহন চলচ্চিত্রে আমি অভিনয় করছি না।
বর্তমানে ছোট পর্দার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার কথা তুলে ধরে পূর্ণিমা আরো বলেন: সিডিউল মেলাতে পারলে তাও একটা কথা ছিলো। জুনের শুরুতে ‘দহন’-এর শুটিং, অথচ এই সময়ে তার আগেই ঈদের টিভি অনুষ্ঠানের জন্য আমার সময় দেয়া। তাই ছবিতে অভিনয় সম্ভব হচ্ছে না। আসছে ঈদে একটি নাটক ও একটি টেলিফিল্মে অভিনয় করছি। তারমধ্যে টেলিফিল্মটি চ্যানেল আইয়ের।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন পূর্ণিমা। ২০০৩ সালে মুক্তি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’। মতিউর রহমান পানু পরিচালিত ছবিটি দারুণ ব্যবসা করে। এরপর একে একে মেঘের পরে মেঘ, সুভা, হৃদয়ের কথা,শাস্তি, আকাশ ছোঁয়া ভালোবাসার মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেন। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। সূত্র : চ্যানেল আই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়