শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ১০:১৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৮, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 সাত ‘বড় ভাই’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে থামিয়ে ওরা নিজদের ‘বড় ভাই’ পরিচয় দেয়। তারপর লেখাপড়া ও চলাফেরার বিষয়ে ‘নানা খুঁত’ ধরে। একপর্যায়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়।

এমন এক ‘বড় ভাই’চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত সোমবার এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো গোলাম রসুল সানি (২৩), জেবিন (২৮), শহিদুল ইসলাম সেন্টু (৩০), নাঈম হোসেন (২০), আবু হেনা রণিক (২২), আক্তার হোসেন মামুন (২০) ও সাব্বির খন্দকার (২০)। তারা নন্দনকানন, জুবলি রোড, লালদীঘি ও চকবাজারসহ আশপাশের এলাকায় ছিনতাই করত।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, এই চক্র হেঁটে স্কুলগামী শিক্ষার্থীদের টার্গেট করে। তাদের ডেকে রাজনৈতিক গ্রুপ কিংবা অন্য ছাত্রদের সঙ্গে মারামারির অভিযোগ তোলে। অভিযোগের এক পর্যায়ে মোবাইল ফোনের কললিস্ট চেক করা বা বড় ভাইকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনার কথা বলে শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন নেয়। তারপর শিক্ষার্থীকে মারধর করে তাড়িয়ে দেয়।

ওসি বলেন, দুই দিনে তিন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়