শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৬:৩০ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই হাত রশি দিয়ে বাঁধা আবস্থায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুশান্ত সাহা : রাজধানীর গুলিস্তানের একটি বাসার ছাদের চিলেকোঠায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তৈয়বুর রহমান (২২) নামে শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্বজনরা। ওই সময় তার দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল।

বুধবার সন্ধ্যার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তৈয়বুর ঢাকা পলিটেকনিক কলেজের ইলেকট্রনিক্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সে কুমিল্লার মেঘনা উপজেলার মধুনাথপুর এলাকার খোরশেদ আলমের ছেলে । বঙ্গবন্ধু এভিনিউয়ের ওয়াজ মেনশনের ১৬/এ নম্বরের ১০তলা ভবনের ৮ তলায় ভাই ও বাবার সাথে থাকতেন। তার বাবা খোরশেদ আলম ওই ভবনেরই কেয়ারটেকার। তার ভাই আপন সরকার ঢাকা কলেজের ছাত্র এবং স্বপন মিয়া একটি সাইকেলের দোকানে কাজ করেন।

নিহতের বাবা খোরশেদ আলম জানান, বিকেল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে চিলেকোঠায় গিয়ে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। তবে রুমের ছিটকিনি ভেতর থেকে বন্ধ করা ছিল। এ সময় তার দুই হাত রশি দিয়ে সামনের দিকে বাঁধা ছিল। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়