শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে!

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ে অস্থির তরুণ প্রজন্মের যাপিত জীবনে নিজেদের একটি ভুল সিদ্ধান্তের কারণে তাদের জীবনে বেশিরভাগ সময় দুর্বিষহ অধ্যায়ের সূচনা ঘটে। এমন ঘটনাকে উপজীব্য করে র্নিমিত হয়েছে নাটক ‘রোলিং ইন দ্য ডিপ’।

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। নাটকটি নির্মাণ করেছেন ওয়াসিম সিতার।

নাটকের গল্পে দেখা যাবে, জীবনে নিজেকে একটি নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ রাখার কারণে আবেগবশত হয়ে ইমি তার জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। যার প্রভাব ইমির দীর্ঘদিনের প্রেমিক শাফায়েত সহ ইমির পরিবারকেও বহন করতে হয়। একইসঙ্গে ইমি ও শাফায়েত দুজনই তাদের ব্যক্তিগত জীবনে আবেগবশত হয়ে বিভিন্ন সময়ে হঠাৎ সিদ্ধান্ত গ্রহণের ফলে তাদের ব্যক্তিজীবনও যে কতটা ক্ষতিগ্রস্থ হয়ে উঠে সেই বিষয়গুলোও নানান নাটকীয়তার মধ্য দিয়ে নাটকের শেষ পরিণতির দিকে এগিয়ে যায়।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনোভা এলভিন। এছাড়াও অভিনয় করেছেন রিঙ্কু, জনি, অন্তু সহ আরো অনেকে।

নির্মাণের পাশাপাশি নাটকটির গল্প ও চিত্রনাট্য রচনার কাজটিও করেছেন নির্মাতা নিজেই। নাটকের নামকরণ ‘রোলিং ইন দ্য ডিপ’ প্রসঙ্গে ওয়াসিম সিতার বলেন,“ এখনকার প্রজন্ম নিজেদের একটি নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ রাখে। ফলে প্রতিটি সিদ্ধান্ত তারা আবেগের কারণে নেয়। যা তাদের জীবনকে একটি সময় ধ্বংস করে দেয়। সেই প্রেক্ষাপট থেকেই এই নামকরণ। আর এটি মূলত তরুণ প্রজন্মেরই গল্প।”

তবে নাটকটিতে নাকি গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে বলে নাটকে ইমি চরিত্রের অভিনেত্রী তাসনোভা এলভিনের অভিমত। তিনি বলেন, “একজন নারী কিংবা পুরুষের সবসময় যেনো ভেবে চিন্তা করে জীবনের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করেন। হঠাৎ করে রাগের মাথায় কিংবা আবেগে কোন সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তগুলো সবসময়ই ভুল সিদ্ধান্ত হয়। আর সেই বার্তাই আমার অভিনীত চরিত্রের মাধ্যমে আমার সকল শ্রেণির দর্শকরা পাবেন।”

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়