শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৩৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের মাটিতে যুক্তরাষ্ট্রকে ফাস্টফুডের দোকান খুলতে দিলেও পরমাণু অস্ত্র ত্যাগ করবেনা উ.কোরিয়া: সিআইএ

নূর মাজিদ: উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্পের আলোচনার মূল লক্ষ্য দেশটিকে পরমাণু অস্ত্র ত্যাগ করতে রাজী করা। কিন্তু, সা¤প্রতিক সময়ে প্রকাশিত একটি সিআইএ রিপোর্ট এমনটি হবার সম্ভাবনাকে ‘অবাস্তব’ লক্ষ্য বলে নাকচ করে দিয়েছে।

সিআইএ প্রতিবেদনটিতে বলা হয়, প্রয়োজনে উত্তর কোরিয়া নিজেদের ভুখন্ডে কোন আমেরিকান ফাস্ট ফুড চেইনের দোকান খুলতে দিতে রাজী হতে পারে কিন্তু কখনোই পরমাণু অস্ত্র পরিত্যাগ করতে রাজী হবেনা।

বুধবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ এসব কথা জানায়। এসময় তারা তিনজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য স¤প্রচার করে। এরা সকলেই একমত যে ১২জুন ট্রাম্প-কিম আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ত্যাগ করবার ব্যাপারে রাজী করাতে পারবেন না। এই উপদেস্টারা সকলেই সিআইএ’র সা¤প্রতিক ঐ রিপোর্টের কথা উল্লেখ করে।

এই উপদেষ্টারা বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট আসলেই আন্তরিক হন তবে তিনি উত্তর কোরিয়াকে সা¤প্রতিক সময়ে তাদের অর্জিত পরমাণু অস্ত্রের প্রযুক্তির উন্নয়নকে স্থগিত করতে রাজী করাতে পারবেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আন্তরিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উত্তর কোরিয়া নিজেদের দেশে যে আমেরিকান ফাস্ট ফুডের দোকান খুলতে দিতে পারে সে কথাও ঐ সিআইএ রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলেও তারা জানান। তবে নির্দিষ্ট করে কোন আমেরিকান ফাস্টফুড ব্র্যান্ডের নাম সিআইএ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। -টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়