শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৫৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফ-৩৫ বিক্রি না করলে রাশিয়া থেকে সুখই-৫৭ কিনবে তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

 

নূর মাজিদ: যুক্তরাষ্ট্র যদি তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করে তাহলে বিকল্প পদক্ষেপ নেবে তুরস্ক, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেহমেদ কোসাভগুলু। বুধবার দেশটির টিভি চ্যানেল এনটিভি এবং অন্যান্য গণমাধ্যম কোসাভগুলুর বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

বুধবার জার্মানি সফর শেষে দেশে ফেরার পর কোসাভগুলু সাংবাদিকদের বলেন, “এফ-৩৫ বিক্রয়ের চুক্তিটি একটি স্থায়ী প্রতিরক্ষা সহযোগিতার অংশ ছিলো, এটি এমন কোন চুক্তি নয় যেখান চাইলেই যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি বাতিল করতে পারে।”

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রয়ের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাশ হবার প্রেক্ষিতে তুরস্ক এমন কথা জানায়। এর আগে দেশটির প্রভাবশালী সংবাদ সংস্থা ইয়েনি সাফাক’ও ঘনিষ্ঠ সরকারি সূত্রের বরাত দিয়ে এমন সম্ভাবনার কথা জানিয়েছিলো।

ইয়েনি সাফাক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে জানায়, এফ-৩৫ এর বিকল্প হিসেবে রাশিয়ার পঞ্চম প্রজন্মের সুখই-৫৭ বিমান কিনতে পারে তুরস্ক। বিশেষত যখন যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা সহযোগিতার নতুন বিলে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এছাড়াও সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সামরিক সহযোগিতা এবং সমর্থনের তুমুল বিরোধিতা করে তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী ওয়াইপিজি’র বিরুদ্ধে সিরিয়ার আফরিনে অভিযান পরিচালনা করে এবং মানবিজ দখল করে নেবার হুমকি দেয়। মানবিজে মার্কিন সেনাদের মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কের সেনা অভিযান চলাকালীন মার্কিন সেনাদের বিরুদ্ধেও হামলা চালানোর হুমকি দেয় তুরস্ক, মূলত এর পরেই দুই দেশের সম্পর্কের তিক্ততা আরো বৃদ্ধি পায়। -রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়