শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশের উপকূলগুলোতে ১০ থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইন্ড টেকনোলজি সেন্টার। বাংলাদেশের বায়ু প্রবাহের গতি পর্যবেক্ষণ করে সেন্টারটি জানায়, যদিও আগে মনে করা হতো বাংলাদেশ বায়ু বিদ্যুৎ উৎপাদনের উপযোগী নয় কিন্তু বায়ু প্রবাহের গতি পর্যবেক্ষণ করে এ তথ্য জানা গেছে।

বুধবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে ন্যাশনাল উইন্ড টেকনোলজি সেন্টারের সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার মার্ক জ্যাকবসন সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় বায়ু প্রবাহ বিদ্যুৎ উৎপাদনের উপযোগী। যদিও আগে মনে করা হতো বাংলাদেশ বায়ু বিদ্যুৎ উৎপাদনের উপযোগী না। তিনি আরও জানান, ২০১৪ সালের জুন থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত দেশের ৯টি স্থানে উইন্ড ম্যাপিংয়ের কাজ করে সরকার। এই ম্যাপিংয়ের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।

বিদ্যুৎ ভবনে আয়োজিত এ সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়