শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০২:১২ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও ভারতের সমুদ্র বিজ্ঞানীরা একসাথে কাজ করতে সম্মত

সাইদুর রহমান : বাংলাদেশের সমুদ্র গবেষণা সংস্থা ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অব ওশানোগ্রাফির (এনআইও) এর সমুদ্র গবেষণা বিজ্ঞানীদের সাথে একত্রে কাজ করতে সম্মত হয়েছে। দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) যে সব জায়গায় এখনও কোন কাজ হয়নি সে সব ক্ষেত্রে কাজ করবেন তারা। এনআইও’র ডিরেক্টর সুনীল কুমার সিং এ তথ্য জানিয়েছেন।

বিওআরআই-এর ডিরেক্টর জেনারেল অশোক কুমার বিশ্বাসের নেতৃত্বে সফরকারী বাংলাদেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ডোনা পাউলার সিএসআইআর-ন্যাশনাল ইন্সটিটিউট অব ওশানোগ্রাফিতে দুই দিনের সফরে আসে ওই প্রতিনিধি দল।

মি. সিং বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঢাকায় সম্প্রতি ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এবং বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, তারই অংশ হিসেবে এই সফর করছে প্রতিনিধি দল।

মি. বিশ্বাস বলেন, ‘১৯৭১ সাল থেকে ভারত সরকারের কাছে সমর্থন পেয়েছে বাংলাদেশ। তখন থেকেই ভারতের পুরো সমর্থন পাচ্ছে বাংলাদেশ। আমরা মনে করি, ভারতের সাহায্য ছাড়া আমাদের উন্নয়ন হবে না’। প্রতিনিধি দলে চেন্নাইয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব ওশান টেকনোলজিতেও সফর করবে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়