শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে বাসের টিকিট অগ্রিম কাটার সুবিধা, কাউন্টারে ভীড় কম

রিকু আমির : অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা থাকায় এই ঈদ মৌসুমে বাসে কাউন্টারে ভীড় কম। ঈদকালীন বাস টিকিট আগাম বিক্রির প্রথমদিন বুধবার ঢাকার দুইটি বাসটার্মিনালসহ বিভিন্ন পরিবহন কোম্পানির কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। গাবতলী বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজের কর্মী জাহাঙ্গীর এ প্রতিবেদকের প্রশ্নে জানান, ঈদের টিকিট বিক্রির গত বছরের প্রথমদিন আর এবারের প্রথমদিনে বিস্তর ফারাক। কাউন্টারে টিকিট ক্রেতা কম। খোঁজ নিয়ে জানলাম, অনলাইনেই টিকিট ক্রয় করছেন যাত্রীরা।

সহজ ডটকম ও বাস ডটকম ডট বিডি নামক ওয়েব সাইটের মাধ্যমে যাত্রীরা বাসের টিকিট সংগ্রহ করছেন বলে বিভিন্ন বাস কাউন্টার থেকে জানা গেল। কল্যাণপুরে শ্যামলী বাস কাউন্টারের কর্মী রুবেল বলেন, অনলাইনে টিকিট বিক্রির সুবিধায় আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। কাউন্টারে বিশৃঙ্খলাও হয়নি আজকে।

পান্থপথের গ্রিন লাইন পরিবহন অফিস থেকে সোহান নাম জানিয়ে একজন কর্মী মোবাইলে বলেন, তাদের টিকিট বুকিং বেশি অনলাইনেই।

সহজ ডটকমের মাধ্যমে টিকিট পাওয়া ইমতিয়াজ বলেন, অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় পেরেশানি, পরিশ্রম ও হুঁড়োহুঁড়ি থেকে রক্ষা।

এদিকে কাউন্টারে আসা যাত্রীদের অভিযোগ, বাস কর্তৃপক্ষ টিকিট রেখেও বলছে নেই, দামও নিচ্ছে বেশি। কাউন্টারের টিকেট বিক্রেতারা বলছেন, এখন অনলাইনে বাসের টিকেট কাটার সুযোগ থাকায় অন্যান্য বারের তুলনায় ভিড় কম। ফলে কাউন্টারে আগত যাত্রীরা টিকিট পাচ্ছেন না।

সহজ ডটকমের কাস্টমার সার্ভিসে কল করে জানা গেল- গত ঈদের চেয়ে এবারের ঈদে তাদের মাধ্যমে টিকিট সংগ্রহকারীর সংখ্যা বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়