শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৮, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ছাত্রলীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত, গ্রেফতার ১

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বুধবার সকাল দশটায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পুরো সভা পন্ড হয়ে গেছে। হামলাকারীরা বিএনপির ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌরসভার তিকাসার এলাকায়।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের উদ্যোগে সকাল দশটার দিকে সহসভাপতি আব্দুল মান্নান খানের তিকাসারস্থ বাড়িতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

বিএনপি নেতা মান্নান খান জানান, সভা শুরু হওয়ার পর পরই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিমেল মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের ১৫/২০ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সভাস্থলে হামলা চালিয়ে সভা পন্ড করে দেয়।

হামলাকারীরা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন খান, যুবদল নেতা শাহাবুদ্দিন বেপারী, ছাত্রদল নেতা রুবেল গোমস্তা, এসএম হিরা, এনাম তালুকদার, মশিউর শরীফসহ ১০জনকে পিটিয়ে আহত ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লাখেরাজ কসবা গ্রামের আবুল হোসেন বেপারীকে আটক করেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, হামলার ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। এখানে বিএনপি ত্রিধা-বিভক্ত হওয়ায় তাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে বিএনপির এক পক্ষ অপর পক্ষের উপর হামলা করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির বলেন, ঘটনাস্থল থেকে নয় গেরাকুল এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি বিএনপির কর্মী আবুল হোসেন বেপারীকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়