শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতি বজায় রাখতে ভারত-পাকিস্তানের প্রতিশ্রুতি

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ২০০৩ সালে করা ভারত ও পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে দুই দেশই দৃঢ় প্রতিজ্ঞ। মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে দুইদেশের মধ্যে এ সমঝোতাটির কথা জানানো হয়েছে। এদিকে, প্রায় ১৫ বছর পর দুই পক্ষের এ সমঝোতা, দীর্ঘসময় ধরে চলতে থাকা বিদ্যমান সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলেই মনে করছে বিশ্লেষকরা।

পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া ঐ বিবৃতিতে বলা হয়, সাধারণ জনগণের সীমান্তে ভোগান্তি কমাতে, দুই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এছাড়াও দুই দেশের পক্ষ থেকেই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার বিষয়টি সম্পূর্ণরূপে বাস্তবায়নের ক্ষেত্রে সমঝোতায় পৌঁছানোর কথাও বলা হয় বিবৃতিতে। উভয়পক্ষই এসময় যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে দুই দেশের মধ্যে হটলাইন ব্যবহার করাসহ স্থানীয় পর্যায়ে সীমান্তে পতাকা বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে সীমান্ত যুদ্ধবিরতি রেখা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ২০১৬ সালে ১৯ ভারতীয় সৈন্য নিহত হলে উত্তেজনা বৃদ্ধি পায়। মূলত ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর কাশ্মীর নিয়েই দুইদেশের মধ্যে দুইবার যুদ্ধ হয়। এরপর ১৯৮৪সালে কাশ্মীরের উত্তরে সিয়াচিনেও একটি যুদ্ধ হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চলটিতে ১৯৮৯ সালে কয়েক হাজার সাধারণ জনগণ নিহত হলে পরবর্তীতে ২০০৩ সালে দুই অঞ্চলের মধ্যে যুদ্ধবিরতি রেখা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫বছর পর দুই দেশের মধ্যে কোনো সমঝোতা অনুষ্ঠিত হল। আনাদুলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়