শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে নির্বাচন কমিশনারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে অসদ উপায়ে বিজয়ী হতে ২৪ নম্বর ওয়ার্ডে তফসিল বর্ণিত ভোট কেন্দ্রের অধিক কেন্দ্র স্থাপন করার হুমকি দেয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মঙ্গলবার শেষকার্যদিবসে একই ওয়ার্ডের বাসিন্দা ও কাউন্সিলর পদপ্রার্থী এসএম আনিসুর রহমানসহ পাঁচজনে যৌথভাবে মামলাটি দায়ের করেছেন। আদালতের বিচারক মো. হাদিউজ্জামান মামলাটির আদেশদানে পরবর্তীদিন ধার্য্যরে নির্দেশ দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও মামলার অন্যান্য বিবাদীরা হলেন-বরিশালের জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন অফিসার ও বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব। এছাড়া মামলার মোকাবেলা বিবাদীরা হলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক, বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি কর্পোরেশন শাখা) সচিব।

মামলায় এসএম আনিসুর রহমান ছাড়া অন্যান্য বাদীরা হলেন-মাহাবুব আলম ওরফে বদিউল আলম, নাজমুল হুদা, জাহাঙ্গীর মোল্লা ও শাহানাজ পারভীন ডালিম।
মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান আরও জানান, নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা মামলার বাদি এসএম আনিছুর রহমান জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কমিশনার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলম ওরফে বদিউল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, বিসিসির সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর মোল্লা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং মহিলা আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি শাহানাজ পারভীন ডালিম ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী।

মামলা সূত্রে জানা গেছে, বিসিসির ২৪ নম্বর ওয়ার্ডে বর্তমানে চারটি ভোট কেন্দ্র রয়েছে। এলাকার জনসংখ্যা বিবেচনায় জনস্বার্থে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর জন্য চলতি বছরের ৩০ জানুয়ারি জেলা নির্বাচন অফিসার স্থানীয় পর্যায়ের সকলকে নিয়ে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন।

ওই সভায় রুপাতলী হাউজিং এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধমিক বিদ্যালয় ও সাগরদী পিটিআই ইনস্টিটিউট-কে নতুন ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে ২৪ নম্বর ওয়ার্ডে বর্তমানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছয়টি। কিন্তু বর্তমান কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জনসর্মথহীন থাকায় ভোট কারচুপিসহ বেআইনি ও অবৈধ কর্মকান্ডের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করার অসৎ উদ্দেশে তার মায়ের নামে প্রতিষ্ঠিত আবেদুন্নেছা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘোষিত ভোট কেন্দ্রের বাইরে নতুনভাবে একটি ভোট কেন্দ্র স্থাপনের জোর চেষ্ঠা করে আসছে।

সূত্রমতে, আবেদুন্নেছা বিদ্যালয়টি ২৪ নম্বর ওয়াডের্র নদীর শেষপ্রান্তে স্থাপিত। যার একপ্রান্তে চরকাউয়া ইউনিয়ন ও অপরপ্রান্তে নলছিটি এলাকা। ফলে সেখানে বহিরাগত সন্ত্রাসী বাহিনী নদী পথে এসে ভোট ডাকাতি করার আশংকা রয়েছে।
মামলার বাদি এসএস আনিছুর রহমানসহ অন্যান্য বাদিরা বলেন, নির্ধারিত ছয়টি ভোট কেন্দ্রের বাহিরে নতুন কোন ভোট কেন্দ্র স্থাপনে স্থানীয় জনসাধারণের ন্যূনতম সম্মতি না থাকায় তারা প্রধান নির্বাচন কমিশনারসহ সকলকে জনমত উপেক্ষা করে নতুন ভোট কেন্দ্র স্থাপন না করার অনুরোধ করেন। এরইমধ্যে গত ২৭ মে সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদুন্নেছা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের হুমকি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়