শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৮:৫৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জিয়ার মৃত্যুবার্ষিকীর ত্রাণ বিতরণে পুলিশের বাধা’

ডেস্ক রিপোর্ট : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বুধবার (৩০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচির মধ্যে আজ ছিল মাজার জিয়ারতের পর ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ। অনেকগুলো স্পটও নির্ধারণ করা হয়েছিল।’

‘এই সরকারের যে দমননীতি, বিরোধীমত ও পথকে ধ্বংস করবার, বিএনপিকে ধ্বংস করবার, জিয়ার সমস্ত চেতনা ও স্মৃতিকে পুরোপুরি বিনষ্ট করবার যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশ হিসেবে আজকে তারা ত্রাণ বিতরণ কর্মসূচির সব জায়গাতেই বাধা দিয়েছে’—অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

তিনি বলেন, ‘আমার যাওয়ার কথা ছিল টিঅ্যান্ডটিতে। সেখানে যাওয়ার আগেই পুলিশ অস্থায়ী মঞ্চ ও চেয়ার টেবিল ভেঙে দিয়েছে। তারপরও আমি গিয়ে কিছু ত্রাণ বিতরণ করতে পেরেছি। এর পর ছিল মোহম্মদপুর টাউন হলে, মোহম্মদপুর শহীদপার্কে—সেখানের সমস্ত আয়োজন তারা ভেঙ্গে দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে নিয়ে গেছে।’

কলাবাগানের আয়োজনও ভেঙে দেওয়া হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সেখানেও তারা ভেঙে দিয়েছে। ঢাকা মহানগর বিএনপি ২৫টি স্পট নির্ধারণ করেছিল, একটি পয়েন্টেও ত্রাণ বিতরণ করতে দেয়নি পুলিশ। অথচ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে আমাদের অফিস থেকে চিঠি দেওয়া হয়েছিল ৩ দিন আগে।

‘গত রাত ১২টার পর ডিএমপি জানিয়েছে, ঘরের মধ্যে যদি করতে পারেন, তাহলে করবেন। বাইরে কিছু করা যাবে না। এখান তারা ঘরের মধ্যেও কিছু করতে দিচ্ছে না। সেখানেও পুলিশ দিয়ে ভেঙে দিচ্ছে, গ্রেফতার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি’— বলেন বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যা ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ড্যাব নেতা রফিকুল ইসলাম বাচ্চুসহ অন্যরা। সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়