শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৬:২৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোটবদ্ধভাবে চেষ্টা চালাচ্ছে আ.লীগ ও বিএনপি

হ্যাপী আক্তার: জুলাই মাসে হতে পারে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। সে দিকে লক্ষ্য রেখেই আওয়ামী লীগ ও বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচনের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে ১৪ দল ও জাতীয় পার্টির সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছে খায়রুজ্জামান লিটন। আর বিএনপির সম্ভাব্য প্রার্থী মোসাদ্দেক বুলবুল জামায়াতকে পাশে পাবে বলে আশা করছেন।

বিএনপি প্রার্থীর দুশ্চিন্তার কারণ হতে পারে জামায়াত। এরই মধ্যে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সিদ্দিকুর রহমান। তবে বুলবুল আশাবাদী শেষ পর্যন্ত বিশ দলীয় জোটের সবাইকেই কাছে পাবেন তিনি।

বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, দলীয় প্রার্থী হিসেবে যে তারা একজনকে অনুমোদন দিয়েছে এটা তাদের দলীয় নিজস্ব ব্যাপার।তবে জোট আকারে যখন বসা হবে সেখানে প্রার্থী, এলাকা, এলাকার রাজনীতি ও অন্যান্য সকল বিষয় সম্পর্কে বিচার বিশ্লেষণ করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।

রাজশাহীতে ১৪ দলীয় জোটের সাথে আওয়ামী লীগের সম্পর্ক খানিকটা ভাবাতে পারে খায়রুজ্জামান লিটনকে। যদিও লিটন তেমনটা মনে করেন না।

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেছেন, মহাজোটের ভূমিকা হিসেবে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা পালন করছে। নির্বাচনকে ঘিরে তারাও প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, একটা দূরত্ব আছে, সেই দূরত্ব দূর করার জন্য সকলকেই উদ্যোগ নিতে হবে। সিটি করপোরেশন নির্বাচনটি যনি অনুকূলে আনতে হয় তাহলে এখানেও ১৪ দলকে মাঠে নামানোর ব্যাপারে উদ্যোগী হতে হবে। বিষয়টি নির্ভর করছে আওয়ামী লীগ ও প্রার্থীর ওপর।

শেষ পর্যন্ত বড় দুই দলের কাছে কাউন্সিলর পদে ছাড় পাওয়ার দাবি করতে পারে জোট- মহাজোটের ছোট দলগুলো। তবে মেয়র পদে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল প্রার্থী হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়