শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির হ্যাটট্রিকে উড়ে গেলো হাইতি

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিলেন লিওনেল মেসি। এমন ঝালিয়ে নেওয়াকে বলা যেতে পারে ওয়ান ম্যান শো! তার হ্যাটট্রিকে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই শেষ প্রস্তুতি ছিল মেসিদের। তাই বুয়েন্স আয়ারসে মঙ্গলবার মেসির প্রতাপের কাছে পাত্তা পায়নি ডি গ্রুপের অন্যতম দল হাইতি। দুটি দলের শক্তির ফারাক যে কতখানি তা বলে দেয় তাদের র‌্যাংকিং। বিশ্ব র‌্যাংকিংয়ের ৫ নম্বরে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ ১০৮ নম্বরে থাকা হাইতি।দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমে ক্যারিবিয়ান এই দল খেলার শুরুতে খেই হারিয়ে বসে। পেনাল্টি এরিয়াতে লো সেলসোকে ফেলে দেন রিকার্ডো এডে। ফলাফল ১৭ মিনিটে স্পট কিক থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এই অর্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে শাণ দিয়ে খেলেছে মেসি-আগুয়েরোরা। শক্তিমত্তার বিচারে পুঁচকে হাইতিকে ক্ষমার অযোগ্য মনে করেছেন মেসি। ৫৮ ও ৬৬ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ৬৯ মিনিটে মেসির এগিয়ে দেওয়া বলে আগুয়েরোর গোলে স্কোর হয় ৪-০।

এই হ্যাটট্রিকে নিজের ভা-ারকে আরও সমৃদ্ধ করেছেন বার্সেলোনা সুপার স্টার। ১২৪ ম্যাচে তার গোল সংখ্যা ৬৪। শেষ দিকে আরও গোল বাড়তো আর্জেন্টিনার। কিন্তু শেষ দিকে ম্যাচের গতিপ্রকৃতি ছিল ধীর গতির। ৯ জুন ইসরায়েলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়