শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৪:৩৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকৃত দোষীরাই যেন ক্রসফায়ারের শিকার হয়

আ স ম ফিরোজ এমপি : মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযানকে আমি সমর্থন করছি। ক্রসফায়ার আতঙ্ক সৃষ্টি করলেও যারা এই ঘৃন্য পেশার সাথে জড়িত, তারা এই মাদক ব্যবসা ছেড়ে দিবে। যারা প্রকৃত দোষী তারাই যেন এই অপরাধের শাস্তি পায়। অন্যায়ভাবে যাতে কাউকে ফাঁসানো না হয়। অন্যায়ভাবে যাতে কেউ হত্যার শিকার না হয় বা হেনস্থা না হয়, সেদিকে খেয়াল রেখেই অভিযান পরিচালনা করতে হবে। আমি কামনা করবো, যাতে সত্যিকার অপরাধীরা শাস্তি পায়। অনেকে বলে যে, বিচারবহির্ভূত হত্যা চলছে। কিন্তু এটাও সত্য যে, যারা এই মাদক ব্যবসায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হলেও কোন না কোনভাবে রক্ষা পেয়ে যাচ্ছে। তারা বিচারে গেলে তাদের বিরুদ্ধে আর কোন ব্যবস্থা নেওয়া যায় না।

কোর্ট-কাচারি, পুলিশ প্রশাসনসহ অনেকের কাছ থেকেই মাদক ব্যবসায়ীরা সহযোগিতা পায়। এই দেশের শত্রু, এই সমাজের শত্রু মাদক ব্যবসায়ীরা অবৈধভাবে টাকা কামিয়ে, তারা আইন কে কিনে ফেলতে পারে। প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে যে, ক্রসফায়ার ছাড়া তাদের আর কোন উপায় নেই। দেশ ও দেশের তরুণ সমাজ কে বাঁচাতে এখনই মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। এই  দেশের আগামীদিনের তরুণ সমাজের কথা ভেবে প্রশাসন ক্রসফায়ারের সিদ্ধান্ত নিয়েছে। মাদক ব্যবসায়ীদের এই লিষ্ট বহুদিন থেকে প্রশাসন করছে। আমাদের সমাজকে এই মরণঘাতি মাদক থেকে বাঁচাতে হলে, এই ঘৃণ্য মাদক থেকে বাঁচাতে হলে, আমাদের সন্তানদেরকে বাচাঁতে হলে, দেশকে মাদক ব্যবসায়ীদের হাত থেকে বাচাঁতে হলে ক্রসফায়ারের বিকল্প আছে বলে আমার জানা নেই।

পরিচিতি : চিপ হুইফ, জাতীয় সংসদ / মতামত গ্রহণ : মো . এনামুল হক এনা / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়