শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৪:১৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিউনিশিয়ায় সাবেক প্রেসিডেন্ট বেন আলীর বিচার শুরু

রাশিদ রিয়াজ : মানবাধিকার লঙ্ঘনের দায়ে তিউনিশিয়ায় সাবেক প্রেসিডেন্ট জাইন এল আবিদাইন বেন আলী সহ সাবেক ১৪ কর্মকর্তার বিচার শুরু করেছে দেশটির ট্রুথ এন্ড ডিগনিটি কমিশন। বেন আলীর শাসনামলে ১৯৯১ সালে দেশটির এনহাদা পার্টির নেতা কামেল মাতমাতিকে গ্রেফতারের পর নির্যাতনে তিনি কারাগারেই মৃত্যুবরণ করেন। ৬ দশকেরও বেশি সময় বেন আলী ক্ষমতায় থাকার পর ২০১১ সালে আরব বসন্তে তিনি ক্ষমতা হারান এবং ২০১৪ সালে দেশটিতে ট্রুথ এন্ড ডিগনিটি কমিশন গঠন হয়।

এরপর কমিশনটিকে মানবাধিকার লঙ্ঘনে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়। বৃহস্পতিবার আদালতে এনহাদা নেতা মাতমাতির স্ত্রী লাতিফা তার স্বামীর হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানান। তিনি বলেন, আমাদের বছরে পর বছর ভয়াবহ সময় কাটাতে হয়েছে। আমি আমার স্বামীর লাশ ফিরে পাইনি। কিন্তু এখন আমরা খুশী কারণ সত্য উদঘাটিত হয়েছে।

তিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলী বর্তমানে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন। তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দাল্লা খালেল সহ আরো সাবেক ১২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। বিচার শুরুর দিনটিকে ব্যতিক্রম হিসেবে অভিহিত করে একজন আইনজীবী হাবিব খেদার বলেন, আমরা আংশিক সত্য জানি কিন্তু আদালতে বাকি সত্য উদঘাটিত হবে বলে আশা করছি।

তিউনিশিয়ায় ট্রুথ এন্ড ডিগনিটি কমিশন গঠনের পর মানবাধিকার লঙ্ঘনের ৬২ হাজার অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৩২টি ঘটনার বিচার হতে যাচ্ছে আদালতে। কমিশন ৫০ হাজার মানুষের সাক্ষাতকার নিয়ে অভিযোগ ও তথ্য সংগ্রহ করেছে। আরাবিয়া ইউকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়