শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৪:০৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকবিরোধী অভিযানে আপোষ নেই

রবিউল আলম : আমরা প্রতিটি মানুষ মাদক নিয়ে আলোচনা-সমালোচনায় মশগুল, কিন্তু মাদক নির্মুলে সামাজিক দায়িত্ব পালন করি কতজন ? যে রাষ্ট্র আমাকে নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার দিল, কর্মসংস্থানের ব্যবস্থা করলো, সারা বিশ্বের কাছে আমার পরিচয় তুলে ধরলো, আমি সেই রাষ্ট্রের জন্য কতটুকু দায়িত্ব পালন করেছি ? নিজের মনকে এ প্রশ্ন করলে উত্তর আসবে না। যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমরা তা পালন করতে পারিনি। যদি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারতাম, তবে আজ মাদকের ছোবলে জর্জরিত হতে হতো না আমাদের সমাজ ও রাষ্ট্রকে। যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কথাও আমরা স্বীকার করি না।

শত বাধা বিপত্তি পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নির্মুলে র‌্যাবকে দায়িত্ব দেওয়ায় এবং র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ মাদক নির্মুলে চ্যালেঞ্জ গ্রহণ করায় একের পর এক মাদক ব্যবসায়ীর আস্তানা ও ব্যবসা নির্র্মূলের কর্মসূচী পালনের সফলতায় উৎসাহ না দিয়ে বরঞ্চ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, তথাকথিত বুদ্ধিজীবি, মানবাধিকারী কর্মী প্রশ্ন তুলছেন বিচার বহির্ভূত হত্যাকান্ডের। প্রশ্ন হলো মাদক নির্মুলের কর্মসূচী পালন করতে গিয়ে যে সমস্ত আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনী প্রাণ দিল, শারীরিকভাবে আহত হলো তারা কোন বিচারে নিজের ক্ষতি করলো এই প্রশ্ন কারো কাছে জানা নাই। আমরা যদি ভালো কাজের প্রশংসা না করি, তবে কে দায়িত্ব পালনে এগিয়ে আসবে।

ভালো কাজ করতে এবং কাজ করতে হলে কিছু ভুলতো হতেই পারে। তবে ভুল কতটুকু, আর ভালো কাজ কতটুকু এই বিচার জনতার। তবে শত ভুলের মাঝেও মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র চাই। বিশ কোটি মানুষের নিরাপদ আবাসন হিসেবে বাংলাদেশকে মাদকমুক্ত দেখতে চাই। যারা রাজনীতির জন্য মাদকমুক্ত অভিযানকে বিতর্কিত করতে চান, তাদের কাছে প্রশ্ন - মাদক দিয়ে কি আপনাদের রাজনীতি হবে? না কি মাদকের অবৈধ অর্থে রাজনীতি বিকশিত করা যাবে। মাদকের ছোবলে একটি পরিবার কি পরিমান অশান্তি ভোগ করে তা ভুক্তভোগী পরিবার ছাড়া আর অন্য কেউ অনুভব করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতার মোহ নাই।

থাকলে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে চোখ-কান-নাক বুজে মাদকমুক্ত সমাজ গড়ার অভিযানের হুকুম দিতেন না। বিশ কোটি মানুষের শান্তির আবাসন বাংলাদেশকে মাদকমুক্ত হতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে সে প্রশ্ন বড় হতে পারে না। প্রশ্ন হলো এদেশে মাদক থাকতে পারবে না। যারা মাদক নির্মূল অভিযানের সফলতা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা ভোট কার কাছে চাইবেন জানি না। তবে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র উপহার দিতে পারলে নৌকার জন্য ভোট চাইতে হবে না, ইতিহাস হবেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

লেখক : ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়