শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেসিসির স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

শরীফা খাতুন শিউলী, খুলনা : অনিয়মের কারনে বন্ধ হয়ে যাওয়া খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বুধবার (৩০ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহন বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সংরক্ষিত ৯ ও ১০ এবং সাধারণ ৩১ নম্বর ওয়ার্ডের তিন কেন্দ্রের সর্বমোট ১৮টি কক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ ও গণণা শেষে স্ব স্ব কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানিয়েছেন, যেসব কারণে ১৫ মে ভোট বন্ধ করে দেয়া হয়েছিল সেইসব কারণ চিহ্নিত করে কমিশনের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি নেয়া হয়েছে। আজকের ভোটে কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কোন সুযোগ নেই।

উল্লেখ্য, আজকের পুনঃভোটে সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে পাঁচজন প্রার্থীর নাম ব্যালটে থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন দু’জন। একজন বিএনপি সমর্থিত মাজেদা খাতুন(আনারস) অপরজন স্বতন্ত্র প্রার্থী রুমা খাতুন(চশমা)। এ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লিভানা পারভীনের ভোটের ব্যবধান স্থগিত ভোটকেন্দ্রের ভোটার সংখ্যার চেয়ে কম থাকায় আ.লীগের অনেকেই স্বতন্ত্র প্রার্থী রুমা খাতুনের পক্ষে কাজ করেছেন। পক্ষান্তরে ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ১৫ মে’র নির্বাচনে বিজয়ী কাউন্সিলর মো. শমশের আলী মিন্টুসহ বিএনপি নেতৃবৃন্দ মাজেদা খাতুনের পক্ষে জনসংযোগ চালিয়েছেন। সব মিলিয়ে এ ওয়ার্ডে(সংরক্ষিত-৯) মূলত মাজেদা খাতুন ও রুমা খাতুনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এ ওয়ার্ডের ২০২ নম্বর কেন্দ্র অর্থাৎ ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়(একাডেমিক ভবন-২) কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২১২৪টি। ১৫মে’র নির্বাচনে মাজেদা খাতুন পেয়েছিলেন ১২ হাজার ১৯৪ ভোট ও রুমা খাতুন পান ১১ হাজার ৮৬১ ভোট।

অপরদিকে, সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের আটজন প্রার্থীর ইতোমধ্যেই ছয়জন জামানত হারানোর মত ভোট পাওয়ায় তারাও আজকের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় আসছেন না। যে কারণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লুৎফুন নেছা(চশমা) ও বিএনপি সমর্থিত প্রার্থী মিসেস রোকেয়া ফারুকের(হেলিকপ্টার) মধ্যেই হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। তেমনিভাবে ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডেও ১০ জন প্রার্থীর মধ্যে তিনজন থাকছেন প্রতিদ্বন্দ্বিতায়। বাকী সাতজনই ১৫ মে’র নির্বাচনে জামানত হারানোর মত ভোট পাওয়ায় ব্যালটে আজ তাদের নাম থাকলেও প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারছেন না। আজকের পুন:ভোটে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ওই ওয়ার্ডের মরহুম কাউন্সিলর মোহাম্মদ হোসেন মুক্তার ছেলে মো. আরিফ হোসেন মিঠু(ব্যাডমিন্টন র‌্যাকেট), বর্তমান কাউন্সিলর অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল(টিফিন ক্যারিয়ার) এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস,এম আসাদুজ্জামান রাসেল(ঝুড়ি)।

এ ওয়ার্ডের ২৭৭ নম্বর কেন্দ্র অর্থাৎ লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭৮ নম্বর কেন্দ্র অর্থাৎ ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৭০৭জন। এর মধ্যে লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ জন মহিলা ভোটার এবং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্রে ১৬৯১ জন পুরুষ ভোটার রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়