শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ৩০ মে, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তাহলে আদালত, নিরাপত্তা বাহিনীর জন্য কোটি কোটি টাকা ব্যয় করব কেন’

নুরুল আনোয়ার : মাদকাসক্ত বা মাদক ব্যবসায়িদের মাদক কারবারের সঙ্গে যুক্ত। এটা অপরাধ। এ অপরাধের অপরািধদের বিচারের জন্য দেশে আইন আছে। অপরাধিদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে। যদি তা না করি তাহলে আমরা আদালত, নিরাপত্তা বাহিনীর জন্য কোটি কোটি টাকা খরচ করব কেন? একটা লিস্ট বানালাম আর সেই লিস্ট মোতাবেক যদি নিরাপত্তা বাহিনীর হাতে অস্ত্র দিয়ে দিই তারা মেরে ফেলতে পারে। মেরে কি কোনো সমাধান আসবে? আমি মনে করি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের, বিশেষ করে মূল হোতাদের প্রথমে আইনের আওতায় আনা হোক। তারপর বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে এদেরকে আটক করা হোক। আটক হলেই সাক্ষি প্রমাণ আসবে।

চলমান মাদকবিরোধী অভিযান যেভাবে চলছে তাতে বিরাট ক্ষতিও আমরা আমাদের করে ফেলছি না তো? যারা ‘বন্দুকযুদ্ধে’র নামে মাদক কারবারিদের মারছে তাতে তো তাদের মানুষ মারার অভ্যাস তৈরি হচ্ছে। এটা তো আমাদের জন্য ভয়ংকর হতে পারে। আমি মনে করি দেশে যে প্রচলিত আইন রয়েছে, এক-দু’টা আইনের মধ্যে কোনো সংযোজন দরকার হলে সংশোধনী এনে হলেও চলমান মাদকবিরোধী অভিযান সফল করা হোক। আমি অভিযানের পক্ষে, তবে অপরাধিদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। বন্দুকযুদ্ধে মেরে অভিযান সফল করা যাবে না।

বাজেট অধিবেশনে আইনের একটা সংশোধনী এনে আইন পাস করে নিলেই তো হয়। আইনের মাধ্যমে বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত। ক্রসফায়ার দিয়ে যেটা হবে মাঝখান থেকে কিছু লোকজন মারা যাবে, আর কিছু নয়। বাংলদেশে কি লোকের অভাব আছে? একজন মারা গলে আরেকজন ওই একই কাজ করবে, এ কাজ কি বন্ধ থাকবে!

পরিচিতি : সাবেক আইজিপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়