শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবিষ্যতে ভালো কিসিমের নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম

ওয়ালি উল্লাহ সিরাজ: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ৩০ জুলাই। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তিনটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত। যাচাইবাছাই হবে ১ ও ২ জুলাই। আপিল ও আপত্তি জানানো যাবে ৩ থেকে ৫ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাংবাদি, গবেষক ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী।

তিনি আরো বলেন, খুলনা সিটি নির্বাচনে বিএনপি হেরেছে। আওয়ামী লীগের প্রার্থী বিজয় হয়েছে কিন্তু নির্বাচন কমিশন হেরেছে। নির্বাচন কমিশন যদি এভাবেই নিজেদেরকে তুলে ধরতে থাকে তাহলে জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের প্রতি মানুষের আর কোনো আস্থা থাকবে না।

আফসান চৌধুরী আরো বলেন, আমরা আসলে এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি যেখানে ভালো কিসিমের নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো নির্বাচন নিয়ে অনেক কথা হবে কিন্তু আসলে কিছুই হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়