শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম ও কক্সবাজারে র‌্যাবের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

সুজন কৈরী: চট্টগ্রাম ও কক্সবাজারে র‌্যাবের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড এলাকা ও কক্সবাজার সদর থানাধীন কবিতা চত্বর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর দুইটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড ও কবিতা চত্বরে পৃথক অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপর অতর্কিত হামলা চালায়। র‌্যাব-৭ এর পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড ও কক্সবাজার সদর থানাধীন কবিতা চত্বর এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে র‌্যাব-৭ এর দুইটি আভিযানিক দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপর আক্রমণ করলে র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয়।

র‌্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী মো: ইসহাক ওরফে ইয়াবা ইসহাক (৩৫) নিহত হয়েছে। সে ১৯ টির অধিক মামলার আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার। এছাড়া কক্সবাজারের ঘটনাস্থল থেকে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১০টি মামলার আসামি মো. মজিবুর রহমান (৪২) এর গুলিবিদ্ধ দেহ ও ৬ হাজার ইয়াবা, ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি ও ২ টি খালি খোসা উদ্ধার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়