শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৬:৫১ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিয়ন হয়েই চেম্বার খুলে রোগী দেখছেন তিনি!

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজীতে এক ভুয়া চক্ষু চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, যিনি একটি হাসপাতালের অফিস সহায়ক।

দণ্ডিত নজরুল ইসলাম (৩৫) ফেনী আল আহাদ চক্ষু হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারাব গ্রামের শুক্কুর আলীর ছেলে।

মঙ্গলবার সোনাগাজীর নূপুর ফার্মেসিতে রোগী দেখার সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান জানান।

তিনি বলেন, ফেনী আল আহাদ চক্ষু হাসপাতালের ভুয়া চিকিৎসক জাকারিয়া ভূঞা প্রতি মঙ্গলবার নূপুর ফার্মেসিতে রোগী দেখতেন। সম্প্রতি জাকারিয়াকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

“তিনি কারাগারে থাকা অবস্থায় তার সহযোগী ওই হাসপাতালের অফিস সহায়ক নজরুল প্রতি মঙ্গলবার নূপুর ফার্মেসিতে রোগী দেখতে আসেন। চেম্বারে রোগীরা দেখার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।”

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করলে আদালতের কাছে দোষ স্বীকার করেন তিনি। পরে আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় বলে জানান ইউএনও।

এ সময় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল আলম উপস্থিত ছিলেন। সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়