শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মেমোরিয়াল ডে’ টুইটে নিজের প্রশংসায় মত্ত ট্রাম্প

লিহান লিমা: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের দেশের জন্য আত্মত্যাগের স্মরণে পালিত হয় ‘মেমোরিয়াল ডে’। এ দিন সামরিক বাহিনীতে কাজ করতে গিয়ে প্রাণ হারানো প্রতিটি সদস্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

সোমবার নিজের টুইট বার্তায় ‘মেমোরিয়াল ডে’ স্মরণে বার্তা দিতে গিয়ে নিজেই নিজেকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে বলেন, ‘মেমোরিয়াল ডে এর শুভেচ্ছা। যার এই দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা গর্বিত যে, আজ আমাদের দেশ কতটা এগিয়ে গিয়েছে। আমরা এখন দশকের সেরা অর্থনীতি, কালো ও হিস্পানিক এবং নারীদের কর্মসংস্থান, সামরিক বাহিনীর পুর্নগঠনের মত সেরা সময় পার করছি। অসাধারণ।’

সিএনএন জানায়, ট্রাম্প ‘আমরা’ নয়, ‘আমি’ আদর্শ ধারণ করেন। আত্মত্যাগ করা সেই মহান সৈনিকদের স্মরণ করতে গিয়ে ট্রাম্প শুধুই তার ১৬ মাসের প্রেসিডেন্সির গুণগান গাইলেন। গণমাধ্যমটি ট্রাম্পের টুইটের সঙ্গে এই দিন অন্য রাজনীতিবিদদের দেয়া বার্তা মিলিয়ে দেখে।

দক্ষিন ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম তার টুইটে বলেন, ‘স্মরণ করছি সেই মহানায়কদের যারা আমাদের নিরাপত্তাও সুরক্ষার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। তাদের এই অবদান শোধ হওয়ার নয়।’ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার টুইটে বলেন, ‘ সত্যিটা হল, আমরা কখনোই সেই নায়কদের আত্মত্যাগের প্রতিদান দিতে পারব না। তবে তাদের বিসর্জন, আত্মত্যাগ আমরা মনে রাখব, সম্মানের সঙ্গে স্মরণ করব এবং ন্যায়বিচার, সমতা ও নতুন প্রজন্মকে সুযোগ প্রদানের মাধ্যমে তাদের আদর্শের চর্চা করতে পারব।’ সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়