শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৭

জাহিদুল কবীর মিল্টন, যশোর: যশোরের শার্শায় পরিবহন-ভডভডি (ইঞ্জিন চালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ ত্রিমোহিনী মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শার্শার ত্রিমোহিনী শ্যামলাগাছি নামক স্থানে পরিবহণ ও ভডভডির মুখোমুখি সংঘর্ষে ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪২) ও একই উপজেলার কুমরী গ্রামের নুরালী সরদারের ছেলে জিয়ারুল ইসলাম (২৮) নামে দুইজন নিহত হয়।

আহত, ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের আবুল হোসেনের ছেলে তাজু (২৭), মনিরুল ইসলামের ছেলে শাওন (২৬), ফারুক হোসেনের ছেলে জাহিদ (২৪), জাকের আলীর ছেলে কামাল গাজী (২৯), জানালী সরদারের ছেলে আয়ুব আলী (২৫), ইসমাইল গাজীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩০), ও ইলিশপুর গ্রামের ফজের আলীর ছেলে ইসমাইল হোসেন (২৩) কে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন পলিটন মিয়া জানান, যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শার্শা উপজেলার নাভারণ ত্রিমোহিনী মোড়ে বেনাপোলগামী একটি পরিবহন বিপরিত মুখি ভডভডির (ইঞ্জিন চালিত তিন চাকার যান) সাথে মুখোমুখি সংঘর্ষে ভডভডির ২যাত্রী নিহত হয়। এর্দুঘটনায় আরো ৭ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে শার্শা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে। পরে গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়