শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেগ সম্মেলনে আমন্ত্রিত হলেন এনায়েতউল্লাহ খান

তরিকুল ইসলাম :  ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ’র (ইউএনবি) এডিটর ইন চিফ, ঢাকা কুরিয়ারের নির্বাহী প্রধান এবং এএআইডি’র বোর্ড মেম্বার এনায়েতউল্লাহ খানকে হেগের জবাদিহিতা এবং ইন্টারনেট গণতন্ত্র বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

নেদারল্যান্ডের অন্যতম শহর হেগের শান্তি প্রাসাদে আগামী ৩১ মে সম্মেলনটি শুরু হওয়ার কথা রয়েছে।

ইউনেস্কো, আইটিইউ এবং এসোসিয়েশন ফর অ্যাকাউন্টিবিলিটি এবং ইন্টারনেট ডেমোক্রেসি (এএআইডি) -এর সাথে যৌথ অংশীদারিত্বে হেগ সিটি ও ইনস্টিটিউট ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইন্টারনেট ডেমোক্রেসি (আইএআইডি) এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

ইন্টেরিয়র অ্যান্ড কংডম রিলেশন্স বিষয়ক ডেপুটি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কাসজা অলংগ্রিন সম্মেলনের উদ্বোধন করবেন।

আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে রয়েছে ইউনেস্কো মহাপরিচালক অ্যান্ড্রু অ্যাজউলে, আইটিইউ মহাসচিব হওলিন ঝাও, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস সদস্য লর্ড ডেভিড পুটনামসহ এএআইডির অন্যান্য বোর্ড সদস্য, ড্যানিশ মন্ত্রী টম হইয়েম, জার্মানীর বিচার বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী লেউথিউজার, ফ্রেঞ্চ সিনেটর নাথালি গওলেট এবং ইউরোপিয় মানবাধিকার বিষয়ক কাউন্সিলের প্রথম কমিশনার আলভারো গিল-রবলস।

এবারের সম্মেলনে ব্যক্তিগত এবং সামাজিক মাধ্যমগুলোতে ইন্টারনেট কিভাবে নিরাপদ ভূমিকা রাখতে পারে এমন প্রশ্নের জাবাব খোঁজে বের করা হবে।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা জ্ঞান, স্বচ্ছতা, বিশ্বব্যাপী সাধারণ বোঝাপোড়া, প্রমাণ ভিত্তিক বিশ্বাস ও জবাবদিহিতার মাধ্যমে বিশ্বব্যাপী নেটের নিরাপদ টেকসই ব্যবহার বৃদ্ধির ব্যাপারে আলোচনা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়