শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৮, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি-আগুয়েরোদের অনুশীলন দেখল ৩০ হাজার দর্শক

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নেইমারদের অনুশীলন দেখার সুযোগ পেয়েছিল মাত্র ২০০ দর্শক। কিন্তু উল্টো পথে হাঁটল আর্জেন্টিনা। তারা মেসি-আগুয়েরোদের অনুশীলন দেখার সুযোগ করে দিয়েছে ৩০ হাজার দর্শককে। দেশটির ক্লাব অ্যাটলেটিকো হুরাকানরে স্টেডিয়ামে দলের অনুশীলন উপভোগ করেন ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনা দলের এক ঘণ্টার অনুশীলন দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন স্কুলের শিক্ষার্থীরাও, বিভিন্ন ক্লাবের উঠতি ফুটবলার ও নিম্ন আয়ের মানুষদেরও সুযোগ করে দেয়া হয়।

মেসি, গঞ্জালো হিগুয়েন এবং নিকোলাস ওটামেন্ডিরা সমন্বিতভাবে সব ধরনের অনুশীলন সঞ্চালনা করেন। অনুশীলন শেষে দর্শকদের ফুটবল ও জার্সি উপহার দেন মেসিরা।

অনুশীলন আনন্দের মাঝে অবশ্য সামান্য কষ্টও আছে। অনুশীলন করার সময় সামান্য আঘাত পান মার্কোস আকুনা। তবে দলটির চিকিৎসক জানিয়েছেন, তার আঘাত মোটেই কোনো গুরুতর ব্যাপার না।

সোমবারের অনুশীলনের পর এখন মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের লা বামনেরাতে হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ৩০ মে দেশের মাটিতে শেষ অনুশীলন করে স্পেনের উদ্দেশ্যে রওনা হবে হোর্হে সাম্পাওলির দল। সেখানে বার্সেলোনায় অনুশীলন করবে দল।

এরপর ৯ জুন ইসরায়েল সফরে দেশটির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তারপরই রাশিয়ার প্লেন ধরবে। ১৬ জুন গ্রুপ ডি’তে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টাইনদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়