শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৯:০৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন শাসনের মাধ্যমেই মাদকের বিরুদ্ধে মোকাবিলা করবো: শ্যামল দত্ত

হ্যাপী আক্তার : দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি এই আইনের মাধ্যমেই মাদকের বিরুদ্ধে মোকাবিলা করবো। তিনি বলেন, আমাদের দেশে তো মাদক উৎপাদন হয় না। প্রতিবেশী দেশ থেকে সীমান্ত দিয়ে মাদক আসে। সীমান্তের মাধ্যমে মাদক আসা বন্ধ করতে হবে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনাতে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

চলমাম মাদকবিরোধী অভিযানের বিষয়ে শ্যামল দত্ত বলেন, একটা ব্যানার টানিয়ে দিয়ে বলছেন যে এখানে মাদক বিরোধী অভিযান চলছে। এই কাজটি করে আপনারা কি জনগণের সাথে মশকরা করছেন?

তিনি আরো বলেন, মাদকের যে ভয়াবহতা তা রোধ করতে যেখানে এর মূল উৎস, সেখান থেকে বন্ধ করতে হবে। বর্তমানে যে মাদকবিরোধী অভিযান চলছে তারা সবসময় একই গল্প বলছে। যা বিএনপির আমলেও শুনেছি।

শ্যামল দত্ত বলেন, মাদকবিরোধী অভিযানে একদিকে বন্ধ হচ্ছে। অন্যদিকে পুনরায় একই জায়গায় আবার মাদক বিক্রি হচ্ছে। মাদক শুধু সীমান্তে নয়, দেশেও একটি কঠোর আইন প্রয়োজন মাদকের বিরুদ্ধে। এই মাদকের কারণে অনেকেই তার পরিবারের মানুষকে পর্যন্ত হত্যা করছে বলে উদাহরণ হিসেবে তিনি ঐশীর নাম উল্লেখ করেন। সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়