শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধ-বিধ্বস্ত কাবুলে শিশুদের জন্য প্রথম ভ্রাম্যমাণ লাইব্রেরি!

সান্দ্রা নন্দিনী: আফগানিস্তানের রাজধানী কাবুলে শিশুদের জন্যে এই প্রথম ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করা হয়েছে। ‘চারমাগজ’ নামের ভ্রাম্যমাণ লাইব্রেরিটি কাবুলের ব্যস্ত রাস্তাগুলোতে ছুটে চলে। একটি গণপরিবহনকে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে পরিণত করা হয়েছে।

শিক্ষার্থী ও পথশিশুরা এই লাইব্রেরিতে ঢুকে শিশুদের বই পড়তে পারে। রাষ্ট্র পরিচালিত একটি বাস কোম্পানি থেকে গাড়িটি ভাড়া নেয়া হয়েছে। সরকারি ভবন, প্রধান সড়ক ও অন্যান্য জনাকীর্ণ এলাকাগুলো এড়িয়ে সতর্কভাবে এটি তার কার্যক্রম পরিচালনা করছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা ফ্রেশতা করিম ফেব্রুয়ারি মাসে বাসটি চালু করেন। করিম পাকিস্তানের একটি শরণার্থী শিবিরে বেড়ে উঠেছেন। তালেবান সরকারের পতনের পর ২০০২ সালে তিনি আফগানিস্তানে ফিরে আসেন। এরপর কাবুলে স্নাতক শেষ করে বৃত্তি নিয়ে জননীতি বিষয়ে মাস্টার্স অধ্যয়নের জন্য অক্সফোর্ড যান।

প্রসঙ্গত, তালেবান ও ইসলামিক স্টেট-আইএস দুটি জঙ্গি সংগঠনই কাবুলে হামলা জোরদার করেছে। এতে অনেক বাবা-মা সংঘর্ষ সহিংসতা ও রক্তপাত দেখে প্রকাশ্যে তাদের সন্তানদের আনতে চান না। তবে, ভ্রাম্যমাণ লাইব্রেরিটি আপাতভাবে সে দৃশ্যপট পালটে দিয়েছে। প্রতিদিন প্রায় তিনশ’ শিশু এই লাইব্রেরি ব্যবহার করে।

১৩ বছর বয়সী জাহরা বলে, ‘সপ্তাহে একদিন বই পড়তে এই বাসে আসি। আমি বাড়ি গিয়ে আমি কি পড়লাম আমার ভাইবোনদের তা বলি।’ এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়